ভালুক ছানা ঘুম থেকে ওঠে সেই ভোরে। এরপরই তার হুম্ হাম্ শুরু হয়।
হাতের নাগালে পাওয়া সমস্ত কাপড়চোপড় একসাথে দলা পাকিয়ে খেলার পর বারান্দায় তার দুই পাখাদার বন্ধু (চড়ুই) কে চালের দানা দিয়ে অবশেষে বড় ভাইয়ের সাথে স্কুলে যাওয়া চাই বৈকী!
তারপর কিছুক্ষণ পড়াশোনার চেষ্টা। একদিন তারও স্কুলে যেতে হবে।
অবশেষে ব্লগিংয়ের পালা।
প্রথমে মাউসটাকে কায়দা করা চাই।
এরপর মহাউৎসাহে কী-বোর্ডে ঝাপিয়ে পড়া।
এরপর নতুন কোন দুষ্টু বুদ্ধির চিন্তা।
নতুন কোন বুদ্ধি এসে গিয়েছে।
অবশেষে একসময় ক্লান্ত হয়ে ভালুকছানা ঘুমিয়ে পড়ে।
এভাবেই ভবিষ্যতের এক ব্লগারের দিন কেটে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।