আমাদের কথা খুঁজে নিন

   

কোম্পানীগঞ্জে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত না হওয়া প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচী পালিত



নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত না হওয়ায় বৃহস্পতিবার থেকে স্কুলের শিক্ষকরা ক্লাশ বর্জন অব্যাহত রেখেছে। ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা ক্লাশ বর্জন অব্যাহত রাখায় হাজার হাজার শিক্ষার্থী পাঠ্যদান থেকে বঞ্চিত হচ্ছে। বাতিলকৃত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তের দাবীতে রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে হাজার হাজার শিক্ষার্থী সমবেত হয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়ন্ িএগুলো হচ্ছে, আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়, চরএলাহী উচ্চ বিদ্যালয়, ভিভিটিসি টেকনিক্যাল হাই স্কুল, গাংচিল কবি নজরুল জুনিয়র হাই স্কুল ও মধ্যম পূর্ব চরকাঁকড়া জুনিয়র হাই স্কুল। কর্মসূচী চলা অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেনের কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষাথীদেরকে বলেন, বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হবে। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমেদ ও সাধারণ সম্পাদক আমীর হোসেন বিএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সান্তনা বক্তব্য দিয়ে তাদেরকে সহ সহ শিক্ষা প্রতিষ্ঠানে চলা যাওয়ার আহ্বান জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.