বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, বেগম খালেদা জিয়ার বাড়ি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না। সরকার বেআইনীভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করতে চায়। সরকার থেকে লীজ নেয়ার ২৭ বছর পর বাড়ি ছেড়ে দিতে বলা গভীর ষড়যন্ত্রের অংশ । আদালতের মাধ্যমেই এর ফয়সালা করা হবে। বগুড়া-৭ আসন থেকে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়োয় শুক্রবার বিকালে তাঁর নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জবাসীর পক্ষ থেকে এক গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তিন মাসে সরকার দেশকে কারাগারে পরিণত করেছে। ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাস, টেন্ডারবাজি, শিক্ষাপ্রতিষ্ঠান দখলসহ নানা অনিয়মে দেশবাসি অতিষ্ঠ হয়ে ওঠেছে। সরকার দলীয় নেতা কর্মীদেরকে সামলাতেই ব্যার্থ হয়েছে। দেশে পানি বিদ্যুতের চরম সংকট চলছে। সরকার সেই দিকে খেয়াল না করে বেগম জিয়াকে বেআইনীভাবে হয়রানি করছে।
আমি ৪৩ বছরের আইনজীবির অভিজ্ঞতায় এ ভাবে কাউকে বাড়ি থেকে উচ্ছেদ করার নজির দেখিনি। বেগম খালেদা জিয়ার বাড়ি রক্ষার জন্য আদালতে মোকাবেলা করবো। বেগম জিয়া আমার ওপর সেই দায়িত্বভার অর্পন করেছেন।
মওদুদ আহমদ বলেন, বগুড়াবাসীর কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার হারানো সম্মান ফিরিয়ে দিয়েছে।
আমি বগুড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হলেও নাড়ির টানে আপনাদের (কোম্পানীগঞ্জবাসীর) পাশে এসে দাঁড়াবো। আমি আপনাদের ছেড়ে চলে যাইনি। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
বসুরহাট পৌর অডিটোরিয়ামে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যেগে আয়োজিত গণ সংবর্ধনা সভায় পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য বেগম হাসনা জসীম উদদীন মওদুদ ও মেট্রো হোমসের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ফখরুল ইসলাম ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান নুরুল আমীন প্রমুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।