পুলিশের তাড়া খেয়ে অস্ত্র ফেলে পালিয়ে গেল দুই ডাকাত। শনিবার রাত ৮টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাটে এ ঘটণা ঘটে। পুলিশ ঘটণাস্থল থেকে দু’টি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, পাঁচটি ছুরি ও লোহা কাটার দু’টি কোরাবাইল উদ্ধার করেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, রাত ৮টার দিকে দুই ব্যক্তি রিকশায় করে সরকারি মুজিব কলেজ সড়কের পাশের একটি বাড়ির সামনে নামে। এ সময় তাদের কাছে ভারী একটি ব্যাগ দেখে টহল পুলিশের সন্দেহ হয়। পুলিশ দু’জনকে দাঁড় করিয়ে ব্যাগের ভেতর কী আছে জানতে চাইলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।