আলো নয় আধার খুজি ,সত্যের জন্যে নয় মিথ্যের বিরুদ্ধে যুঝি।
২০০৩ সালে প্রকাশিত ইংরেজ লেখক Cressida Cowell রচিত How to Train Your Dragon এর কাহিনী অবলম্বনে Dreamworks animation studio এর সিনেমা How to train your dragon। যা মুক্তি পাওয়ার ২সপ্তাহের মধ্যেই জায়গা করে নিয়েছে IMDB এর Top 250 সিনেমার তালিকায়।
গল্প সমুদ্রতীরবর্তী গ্রাম Berk এর। যেখানে বাস করে Vikings সম্প্রদায়ের লোকজন।
যারা সাতপুরুষ ড্রাগন শিকারি। একজন viking কখনোই পরিপূর্ন মর্যাদা পায় না যতক্ষণ না সে কমপক্ষে একটি ড্রাগন হত্যা করে। এই গল্পের নায়ক hiccup, যে মোটেও অন্যান্য vikings-দের মত না বরং ভীষন দূর্বল ও ভীতু। তার বাবা vikings অধিপতি stoick তাকে নিয়ে বড়ই চিন্তিত এবং লজ্জিত। hiccup এবং hiccup-এর কর্মকান্ড পুরো গ্রামের হাসির খোরাক।
গল্পে নায়ক যখন আছে তখন নায়িকাতো থাকবেই,astrid এই গল্পের নায়িকা। যে নায়ক hiccup কে মোটেও বেইল দেয় না। আর দিবেই বা কেন? hiccup এর তুলনায় সে অনেক সাহসী এবং ভালো শিকারী। তবে দেখা যাক সে কতক্ষণ আমাদের হিরোকে বেইল না দিয়ে পারে।
এবার আসা যাক ড্রাগন সমাচারে,Berk এ হাজারো রকম ড্রাগনের আনাগোনা।
তবে এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল 'Nightfury'। এ প্রজাতীর ড্রাগন খুবই দ্রুতগতিসম্পন্ন এবং এরা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। এ প্রজাতীর ড্রাগনকে viking-রা প্রচন্ড ভয় পায়। কেননা কোন viking আজ পর্যন্ত 'Nightfury' হত্যা করা দূরে থাক,একে চোখেও দেখেনি। এক রাতে ড্রাগনরা যখন Berk আক্রমন করে hiccup আন্দাজে ঢিল ছুড়েই আটকে ফেলে একটি 'Nightfury'।
আর এখান থেকেই শুরু হয় মূল গল্প ........
বাকী কাহিনী বলে মুভি দেখার মজা নষ্ট করব না। সিনেমার IMDB রেটিং ৮.৩, Tomatometer রেটিং ৯৮% এবং Flixster ইউজার রেটিং ৯১%। তাহলে বুঝতেই পারছেন এ মুভি ভাল না লেগে যাবেই না। আর যেহেতু 'Dreamworks' এ নির্মিত তাই এনিমেশন এর মান নিয়ে চিন্তা করার তো প্রশ্নই আসে না।
লিঙ্কঃ
IMDB
Rotten tomato
Flixster
ডাউনলোড লিঙ্কঃ
stagevu-Telesync cam print
Torrent-Telesync prism
Subtitle-english
নেটে কোন DvdRip পাওয়া গেল না তাই TS এর লিঙ্ক দিলাম।
তবে TS Prism ভার্শন টা ভালই।
_____________________
এই রিভিউ এর সাথে আরেকটা মিনি-রিভিউ ফ্রী।
Charles Dickens রচিত 'A christmas carol ' এর কাহিনী অবলম্বনে নির্মিত Disney এর সিনেমা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন Jim Carrey । মুভির IMDB রেটিং ৭.১।
লিঙ্কঃ
IMDB
Direct download link-1
Direct download link-2
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।