লেখার কিছু পাই না, তাই আবোল তাবোল লিখি
ব্রিটেনে বাংলাদেশীদের শত বছরের অভিবাসনের ইতিহাসে এই প্রথম হাউস অব কমন্সে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশে জন্ম নেয়া সিলেটের মেয়ে রুশনারা আলী। গতকাল অনুষ্ঠিত ব্রিটেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশী অধ্যুষিত বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে তিনি নির্বাচিত হন। এই আসনে ৬৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
রুশনারা তার প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী আজমল মাশরুরকে ১০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে এই ইতিহাস গড়েন। ৩৫ বছর বয়সী অক্সফোর্ড গ্রাজুয়েট রুশনারার প্রাপ্ত ভোটের সংখ্যা ২১ হাজার ৭৮৪।
প্রতিদ্বন্দ্বী আজমল মাশরুর পেয়েছেন ১০ হাজার ২১০ ভোট। একই সঙ্গে রুশনারা পাঁচ বছর আগে লেবার দলের হেরে যাওয়া এই আসন পুনরুদ্ধার করেন। এর আগে একটানা ৫০ বছর (২০০৫ সাল পর্যন্ত) আসনটি লেবার দলের ছিল। গত মেয়াদে রেসপেক্ট পার্টির নেতা জর্জ গ্যালওয়ে এই আসনে জয়লাভ করেছিলেন। বর্তমান নির্বাচনে গ্যালওয়ে এই আসন ছেড়ে দেয়ায় এবং সব রাজনৈতিক দল বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী দেয়ায় ব্রিটিশ পার্লামেন্টে এখন থেকে একজন বাংলাদেশী যাওয়ার পথ সুগম হয়েছে।
Click This Link
আশা করি তিনি আনোয়ারের মত বৃটিশদের দালাল হবেন না।
যদিও তা সম্ভব না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।