আমাদের কথা খুঁজে নিন

   

ইধাফুশীর গাছপালা


ইধাফুশীর মানুষজন বেশ সৌন্দর্য প্রিয় বাসার দেয়ালের পাশ দিয়ে অথবা রাস্তার মাঝে খুব সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছে এছাড়াও আইল্যান্ডের চারপাশেতো ঘন সবুজ নারিকেল বাগান আছেই আইল্যান্ডে অনেক রকমের ফুল গাছ আছে। এর মধ্যে বেশী দেখা এই ফুল গাছ গুলি দেয়ালের উপর দিয়ে বিস্তৃত হয়ে গাছ গুলি হাসপাতাল , স্কুল ভবনের বাউন্ডারীর সৌন্দর্য বৃদ্ধি করছে ঘন সবুজ পাতার মাঝে সাদা রঙের ফুল বিশিষ্ট গাছ গুলিও অনেক দেখা যায় আকারে অনেক বড় আর ভারী হওয়ার কারণে সুন্দর ফুলগুলি অনেক সময় বাতাসের ধাক্কায় গাছ থেকে মাটিতে পড়ে থাকে হলুদ জবা ( আইল্যান্ডের কোথাও রক্ত জবা দেখিনাই) এই ফুলগুলি আমাদের স্কুলে অনেক ছিল। ছোট বেলায় একটা একটা করে ফুল ছিড়ে ডাটি চুষে মধু খেতাম কৃষ্ণচূড়া এই ফুলগুলির নাম জানিনা এর নামও জানিনা কাছে থেকে দেখুন এগুলোর নামও জানিনা , আমার সিংহালা কলিগের মতে বেগুনী রঙের এই ফুলগুলি নাকি কবরস্থানের ফুল (অবশ্য ছবিটা কবরস্থান থেকে না, একবাসার সামনে থেকে তোলা ) ফুল আমি তেমন না চিনলেও ফল খুব ভালো করে চিনি । এবার কিছু ফলের ছবি দেখুন রাস্তার পাশেই এই ডালিম গাছটা, পাশ দিয়ে যাওয়ার সময় অনেক দিন থেকেই ডালিমটা দেখি , হাতের নাগালে থাকা সত্ত্বেও কেউ ছিড়েনা পেয়ারা গাছে বোতল দিয়ে পেয়ারা ঢেকে পক্ষীকূলের উপদ্রব থেকে পেয়ারা বাচানোর চেষ্টা জামরুল কখনই আমার প্রিয় ফলের তালিকায় ছিলনা, তবে ইধাফুশীতে এসে আমার ধারণা পাল্টে গেছে কারণ হলো, এখানকার জামরুল গুলো যেমন রসালো তেমনি মিষ্টি আর লাল রঙের জামরুল গুলিতো দেখতে আরও লোভনীয় দেখতে কাঠালের মত হলেও আসলে এটা কাঠাল না। দ্বীপবাসীরা একে বলে বাম্বুকিউ।

ছিলকা ছিলে স্লাইস করে কেটে রোদে শুকিয়ে ভাজলে অনেকটা পটেটো চিপসের মত হয়। তরকারী হিসেবেও রান্না করা যায়, তখন কচুর মত লাগে। ( ছবিটা তুলে ফলের নামটা জানার জন্য এক দ্বীপবাসীকে দেখিয়েছিলাম। আমার হাত থেকে মোবাইলটা নিয়ে স্ক্রীনের ভিতর চোখ ঢুকিয়ে বলল , জ্যাকফ্রুট ) বাম্বুকিউ গাছের ছবি দেখুন (নারিকেল গাছের বামপাশে) কারও কারও বাসার আঙ্গিনায় এরকম একগুচ্ছ আখও দেখলাম সাজনা গাছ। আইল্যন্ডের লোকেরা নাকি সাজনা খেতে জানেনা ।

আতা ফল পেপে বড়ই গাছ, ইধাফুশীতে সবচেয়ে বেশী দেখা যায় । আইল্যান্ডে এছাড়াও পরিচিত অপরিচিত আরও অনেক ধরণের ফুল ফলের গাছ আছে। ইচ্ছে হলে পরে দিতে পারি । [ছবি গুলো মোবাইলে তোলা]
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.