আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির মধ্যে বান্দরবনে একদিন

..............

আজ থেকে অনেক গুলো দিন আগের কথা। সময় গুলোর কথা মনে পরলে ভালো লাগে না খারাপ লাগে ঠিক বুঝিনা তবে এটা বুঝতে পারি সময়গুলো খুব ভালো ছিল। হাসি গুলো আটকাতে হতো না, বগ বগ করে সবাইকে পেছনে ফেলার এনার্জি টুকু তখনও ছিল। পাহারের উপর গেস্ট হাউসের উঠানে ক্রিকেট খেলতে গিয়ে বার বার আউট হওয়ার পরও ব্যাট না দিতে চাওযার ঘার তেরামি টুকু তখনও করতে পারতাম। সত্যিই মিস করি পেছেনে ফেলে আসা পেছনটা।

এই ছবি গুলো তেমন ই কিছু পেছন যা এখন ও পেছনে নিয়ে যেতে যায়। আমার প্রথম ছবি ব্লগ ডেডিকেট করছি আমার নতুন এক বন্দু কে, যে নিজেকে আমার শিশ্য বলে থাকেন মাঝে মাঝে। ছবি নং ১. আমাদের নীল গিরি যাওয়ার কথা ছিল কিন্তু যখন ই আমরা চাদের গাড়ীতে উঠলাম তখনই শুরু হল বূষ্টি। যদিও আগে থেকেই আকাশ মেঘলা ছিল কিন্তু এমন জোরে বুষ্টি শুরু হবে ভাবতেই পারিনি। ..ছবি নং ২. ভিজতে ভিজতে আমরা কাপা কাপি করবো কিনা ভাবছি আর আমাদের গাড়িটি আমাদের আরো উপরে নিয়ে যাচ্ছে আর আমরাও বৃষ্টির বান্দর বনের অন্যরকম লুক দেখছি।

ছবি নং-৩ কিছু ক্ষন বৃষ্টি একটু গতি কমিয়েছিল. . ছবিনং ৪..বৃষ্টি. ছবিনং ৫. এই রকম ঝড় বৃষ্টিতে কতক্ষন আর ভালো লাগে গাড়ীতে বসে বা দারিয়ে থাকতে, আমরা নেমে গেছি গাড়ী থেকে। তখন আবশ্য বৃষ্টির সাথে সাথে বাতাশ ও জোরে বইছিল। ছবি নং- ৬. হঠাং করেই বৃষ্টি শেষ. আমাদের সবাই কো সুর্য্যের আলো ও উঠে গেছে। এর মধ্যেই ফটো্গ্রাফার দের একজন গীটার বের করে গান শুরু করে দিয়েছেণ। ছবি নং ৭. বৃষ্টির জন্য মাঝ পথে নেয়া বিরতি শেষ কিন্ত ইকটু আগে মেঘ মুক্ত হয়ে যাওয়া আকাশ টায় আবার ও যেন কোথা থেকে মেষ ভর করছে।

একটু সমনে এদিয়ে যাওয়ার চেষ্টা এবং ভয়ে ভয়ে ক্যাম বের করা। ছবি নং ৮. বৃষ্টির জন্য অপেক্ষা নাকি রোদ এর জন্য? ছবি নং ৯. এর ই মধ্যে আমরা একটা বিশাল পাহাড়ের চুরায় উঠে গেছি । কিন্ত আবার ও জোরে বৃষ্টি সাথে বোনাস হিসেবে বাতাশ। যত তারাতারি কোন সংকেত ছাড়া ই এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় ততই ভাল । ছবি নং ১০, চুরা থেকে নেমে যাওয়ার আগে প্রকিতি কে ফ্রেমে ভরার ব্যার্থ চেষ্টা।

ছবি নং ১১. ছবি নং ১২. .. ১১ নং ছবিটি তোলার ৫ মিনিট পরের ছবি। ছবি নং ১৩ . মনে হয় বৃষ্টি আর থামবে না আজকে, সবার ক্যাম গুলো ব্যাগ এ ভরে গো বেচারার মত ফিরে যাওয়ার শুরু । ছবি নং ১৪.অবশেষে সুর্য আঙ্কেলের দেখ পাওয়া গেল। ফটোগ্রাফার রা নিজেদের মত করে এক্সপোজার নিচ্ছে , পজিশন ও নিচ্ছে মনে হয়। সাবজেক্ট গুলো কই? ছবি নং ১৫ . অবশেষে একটা সাবজেক্ট পাওয়া গেল।

বৃষ্টি ভেজা বিকেলে আমরা সবাই স্বর্ন মন্দির এ। অবশেষে দিনটি শেষ করার পালা. বান্দর বন শহরের খুব কাছ থেকে সাঙ্গু নদী,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।