আমাদের কথা খুঁজে নিন

   

দালাল

শাফিক আফতাব------------- পথ খোলা নেই, বদ্ধ পুকুরের জলের মতোন স্থবির পড়ে আছি ; স্বপ্নরা পাংচার বাসের মতোন পড়ে আছে নিথর পথের ধারে, প্রতারক আর দালাল চক্রের সক্রিয় সদস্যরা খেলে যায় কানামাছি ; আদম ব্যবসায়ী আর দস্যূরা চোরের মতো ঘোরে রাতের আঁধারে। দামী শার্ট আর ছায়াছবির ভিলেনের দামী চশমা লাগানো, চোখে ; বুকের বোতাম খুলে দিয়েছে কৃত্রিম স্বর্ণের মোটা লকেট-চেইন, দেশের বাড়িতে গেলে, মসজিদ মন্দিরে দান,সম্মান করে লোকে ; লোকজন হায় হায় করে ! বলে, ভালো ছেলে, ভালো মাথার ব্রেইন। থানা পুলিশ তার হাতের মুঠোয়, রাজনৈতিক নেতারা তো বড়ভাই ; মন্ত্রিএমপিরা তার মামা, নয় তো মামা শ্বশুর ; নয়তো বন্ধুর ঘনিষ্ঠজন, সরকারি চাকরিটা তো এবার সে দেবেই, একদম চিন্তা নাই ; এভাবে টাকা বাগিয়ে ক’দিনেই বড়লোক, অমায়িক রাজা মহাজন। চতুর মানুষের দেশে, আজ চোর ডাকাতের সংখ্যা কমে গেছে ঠিক ; বেড়েছে ঘুষখোর, গাঁজাখোর, দালাল দস্যু আর মিথ্যে অলিক। নিসর্গ : ঢাকা ২২.০৫.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.