আমাদের কথা খুঁজে নিন

   

কেন্ অাস

www.adityaanik.com

কেন আস? আদিত্য অনীক সূর্যটা প্রতিদিন রোদ নিয়ে আসে ভোরের বাতাসে আমার কাঠালীচাঁপা কেপে উঠে পথম আলোয় ঝরে পড়ে রাতের শিশির ফোটায় ফোটায় সারাটা শহর গমগম জেগে উঠে আত্ম-ভাবনায় ইনবক্স ক্রমে ভরে ওঠে অপাঠ্য ইমেইল বার্তায় বয়সী বিকেলের অলস বাতাস স্থবির বসে থাকে বটের হলুদ পাতায়, সন্ধ্যা তারার অপোয়। তারপর দৈব বিন্যাসে তারা ফুটে ফুটে ঝাঝরা করে তুলে আকাশের কালো ক্যানভাস। দলবাধা পাখিগুলো আসা পথে ফিরে যায়। স্বচ্ছ শিশিরে ভিজে উঠে প্লাবিত জোসনা নাগরিক কোলাহল থেমে যায়, অচেতন হয়ে পড়ে শহর ও জনপদ। তুমি তখন গভীর ঘুমে শিশির ভেজা ফুল নিয়ে আস; কেন আস?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।