সবরিয়ার জানান, ব্যবহারকারীরা ক্রোম ব্রাউজারের বিজ্ঞাপনে দেওয়া জাল ভিডিও প্লেয়ারে ক্লিক করলেই সাইটটি একটি ব্রাউজার এক্সটেনশন ইনস্টল করতে শুরু করে। আর এর মাধ্যমে সাইটের জাল ইউটিউব পেইজ গুগল ক্রোম ব্রাউজার প্রোগ্রামে আঘাত হানার সুযোগ পায়।
অবশ্য, গুগল ইতিমধ্যে স্বয়ংক্রিয়ভাবে জাল ইউটিউব প্লেয়ার ইনস্টল করা অকার্যকর করে রেখেছে। এর ফলে ওয়েব ব্রাউজারে আর স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করার সুযোগ থাকছে না। এক্ষেত্রে ব্যবহারকারী যদি ইনস্টল করার সুযোগ করে দেয় তবেই জাল ইউটিউব প্লেয়ার ইনস্টল হবে। নিরাপত্তা গবেষক এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানাচ্ছেন।
জুলিয়ান সবরিয়ার আরও যোগ করেছেন, ইতিপূর্বে ইন্টারনেট এক্সপ্লোরার অথবা ফায়ারফক্স ব্রাউজার প্রোগ্রাম ব্যবহারকারীরা অনেক মেলিসিয়াস ভাইরাস খুঁজে পেয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।