আমাদের কথা খুঁজে নিন

   

এন্টিভাইরাস আপলোড নিয়ে ভীষণ ঝামেলায় আছি। ল্যাপটপ কি অচিরেই ক্র্যাশ করতে যাচ্ছে? সাহায্য চাই!

জীবন একটাই; জীবনের জয় অনিবার্য..

এন্টি ভাইরাস আপলোড নিয়ে এই পোস্ট। কম্পিউটার নিয়ে আবার এক নয়া সমস্যা। এই ল্যাপটপ নামক যন্ত্রটাকে এখন যেভাবে আমার সময় দিতে হচ্ছে তাতে করে কাহিল কিংবা ক্লান্ত না হয়ে পাড়ছি না। দু:শ্চিন্তাও ভর করেছে সমান তালে। সেদিন সারাটা দিন গেল ‘মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন না হওয়া’ জনিত জটিলতা নিয়ে।

সমাধান হতে না হতেই গতকাল রাত থেকে আরেক উৎপাত। এবারের কাহিনী ‘এন্টি ভাইরাস’! এখানে কিছু কথা বলে রাখি, আমি এই এন্টি ভাইরাস আপলোড কিংবা আপডেট করা জ্ঞানের রাজ্যে খুবই অনভিজ্ঞ একজন। পারত পক্ষে এসব বিষয়কে এড়িয়ে চলি। কিন্তু এখন দেখি সমস্যা আমার পিছু ছাড়ে না। কাল রাত থেকে দশ মিনিট পর পর একটি ম্যাসেজটা আসছে।

এরপর সেই ম্যাসেজ এর হাত ধরে আরো অন্য মেসেজও। আমি ক্রমান্বয়ে এখানে সব পেস্ট করলাম। কীভাবে বুঝব আমার কম্পিউটারের বর্তমান সমস্যাটা কী? এবার কিছু প্রশ্ন ১. কীভাবে এই দশ মিনিট পর পর মেসেজ আসা বন্ধ করা যায়? ২. আমাকে কী নতুন কোন এন্টিভাইরাস অনলাইন থেকে কিনতে হবে? ৩. ঝামেলা ছাড়াই সহজে কীভাবে নতুন এন্টিভাইরাস আপলোড করবো? ৪. ফ্রি ডাউনলোডের অপশন কী কী? ৫. ক্যাম্পাসে আজ স্টুডেন্ট হেল্প ডেস্কে যোগাযোগ করেছিলাম। সেখান থেকে বলা হলো আপনি এই তিনটি লিংক থেকে সহজে এন্টিভাইরাস পোগ্রাম নামিয়ে কাজ চালাতে পারেন। জানতে চাই, এই তিনটির মধ্যে সহজ এবং কার্যকর কোনটি? http://www.free-av.com/ http://avast.com-eng/avast4home.html http://free.grisoft.com ৬. যদি উপরের লিংকগুলো থেকে নতুন কোন একটা নামাই, তবে ল্যাপটপে বর্তমানে যেটা আছে (Norton Internet Security) তা কী ডিলিট করতে হবে? কীভাবে করবো এবং তা কী কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করতে হবে?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.