প্রথমত আমি খুবই বন্ধুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের পাশাপাশি টু্রিজমের উপর কাজ করার ইচ্ছা আছে আমার। এ ব্যাপারে কেউ সাহায্য করলে চির কৃতার্থ থাকব। http://www.facebook.com/saintmartinbangladesh
ম্যাজিক ১:
একজন ইন্ডিয়ান আবিস্কার করেছেন যে, আমাদের কম্পিউটারে আমরা কোন ফোল্ডারকে "CON" নামে রিনেম করতে পারব না। অর্থাৎ কোন ফোল্ডারকে "CON" নাম দিতে পারব না।
এটা সত্যি অ্যামেজিং!
মাইক্রোসফট টিমের কেউ এর কোন উত্তর দিতে পারেনি।
সুতরাং ট্রাই করে দেখুন পারেন কিন।
সুতরাং একটি নিউ ফোল্ডার ক্রিট করুন আর নামের স্থানে লিখুন "CON" (উদ্ধৃতি চিহ্ন ব্যতীত)
ম্যাজিক ২
যারা উইন্ডোজ ইউজ করেন এটি তাদের জন্য।
1.) একটি সাদা/ এম্পটি নোটপ্যাড খুলুন!
2.) টাইপ করুন "Bush hid the facts" (উদ্ধৃতি চিহ্ন ব্যতীত)
3.) টেক্সট ফাইলটি যে কোন স্থানে সেভ করুন।
4.) ফাইলটি ক্লোজ করুন।
5.)ফাইলটি পূণরায় ওপেন করুন এন্ড সী দি ম্যাজিক।
দেখুন আপনার লেখা ফাইলটি
ম্যাজিক ৩
এটি হলো মাইক্রোসফটের একটি .............।
এই ম্যাজিক টি আবিষ্কার করেছিলেন একজন ব্রাজিলিয়ান।
আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন।
টাইপ করুন, হুবহু নিচের মত করে।
=rand (200, 99)
লিখা শেষ হলে এন্টার প্রেস করুন এবং বিস্মিত হোন।
আমি কোথাও কোন ব্লগে এটি পাইনি।
পূরাতন হয়ে থাকলে আওয়াজ দিবেন ডিলেট করা হবে।
ভাল থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।