ভালো কিছু করতে চাই মেসেজ পাঠাবে স্পেস স্টেশন
কক্ষপথে সূর্য ও চাঁদের পর উজ্জ্বলতম বস্তু হিসাবে দেখা গেলেও নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশনটিকে খুব কম মানুষই চেনেন। নাসার নতুন সার্ভিসে সাইনআপ করলে স্টেশনটিকে এবার খুব সহজেই চেনা যাবে। খবর ডেইলি মেইলের। নাসা জানিয়েছে, স্পট দি স্টেশন নামের নতুন সার্ভিসের মাধ্যমে যখন স্পেস স্টেশনটি আপনার বাড়ির ওপর দিয়ে উড়ে যাবে, তখন মোবাইলে টেস্ক মেসেজ পাঠাবে নাসার স্পেস স্টেশন। স্পেস স্টেশনে নাসার ক্রুদের ১২তম বছরে পদার্পণের যুগপূর্তিতে সার্ভিসটি চালু করবে নাসা।
নাসার হিউম্যান এক্সপ্লোরেশন এ্যান্ড অপারেশন্সের সহযোগী এ্যাডমিনিস্ট্রেটর উইলিয়াম গার্সটেনমায়ার বলেন, ‘এটা সত্যিই স্মরণীয়, মানুষ দেখতে পাবে তাদের মাথার ওপর দিয়ে স্পেস স্টেশন উড়ে যাচ্ছে। ’ তিনি আরও বলেন, ‘স্পেস স্টেশনটিতে আমরা পৃথিবীর জীবনযাত্রার মান উন্নয়ন ও ভবিষ্যতে মহাকাশের দূরবর্তী স্থানে অভিযানের নানা বিষয় নিয়ে গবেষণা করছি। ’ যখন আকাশ মেঘমুক্ত থাকবে, তখন এটি দেখে মনে হবে দ্রুত ধাবমান একটি আলোকণা। তবে টেলিস্কোপ ছাড়াই নাসার স্পেস স্টেশনটি দেখা যাবে তখনই মেসেজটি পাঠানো হবে। সেবাটি পেতে সাইনআপ করতে হবে নাসার এই ওয়েবসাইটে- http:/spotthestation.nasa.gov.
বড় পরিসরে আসছে গুগল মিউজিক
২০১১ সালের নবেম্বর মাসে চালু হয়েছিল গুগলের মিউজিক সার্ভিস ‘গুগল মিউজিক’।
তবে কন্টেন্ট স্বল্পতার কারণে প্রতিদ্বন্দ্বী আইটিউনসের সঙ্গে পেরে ওঠেনি গুগল মিউজিক। এবার পরিবর্তন আসছে সে দৃশ্যপটের। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রেকর্ড লেবেল ওয়ার্নার মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তিতে এসেছে গুগল। ওয়ার্নার মিউজিক গ্রুপের ব্যানারে প্রকাশিত এ্যালবামের গানগুলো এখন পাওয়া যাবে গুগল মিউজিকে। ওয়ার্নার মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তিতে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় চারটি রেকর্ড লেবেলের সঙ্গেই এখন ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সফল হলো গুগল।
গুগল জানিয়েছে, গুগল মিউজিকের মাধ্যমেই কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন এবং অস্ট্রেলিয়ায় মুভি বিক্রি শুরু হবে সোমবার থেকে। আর জনপ্রিয় শিল্পীদের গানের এমপিথ্রি বিক্রি শুরু হবে ১৩ নবেম্বর থেকে।
গাড়ি চালানোয় রোবটকে হারিয়ে জিতল মানুষ
ক্যালিফোর্নিয়ার থান্ডারহিল রেসওয়েতে রোবট আর মানুষের মধ্যে অনুষ্ঠিত এক রেসে সামান্য ব্যবধানে জিতে গেল মানুষ। প্রতিযোগী রোবট গাড়িটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সেন্টার ফর অটোমোটিভ রিসার্চের গবেষকরা তৈরি করেন। শেলি নামের স্বয়ংক্রিয় গাড়িটি রাস্তায় নিজের অবস্থান, টায়ারের অবস্থান, এসব বুঝে ওই রাস্তায় সবচেয়ে ভাল রুটটা খুঁজে নেয়।
প্রতিযোগিতায় গাড়িটির প্রতিদ্বন্দ্বী চালক ওই রুটটা খুব ভাল করেই চিনতেন। তবুও চালকবিহীন গাড়িটির সঙ্গে খুব বেশি ব্যবধান তৈরি করতে পারেননি তিনি। গবেষকরা বলেন, তাদের প্রধান লক্ষ্য গাড়িগুলোকে এভাবেই একজন ভাল ড্রাইভারের মতো দক্ষ করে তোলা, যেন তারা নিজেরাই নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারে।
আরওজি সিরিজের ৩য় প্রজন্ম প্রসেসরের গেমিং ল্যাপটপ
বাংলাদেশে এল আসুসের আরওজি সিরিজের জি৫৫ভিডব্লিউ মডেলের নতুন হাই এ্যান্ড গেমিং ল্যাপটপ। ল্যাপটপে পরিপূর্ণ ডেস্কটপ গেমিং পিসির চাহিদা পূরণে এতে রয়েছে ২.৩ গিগাহার্জ গতির ইন্টেল ৩য় প্রজন্মের কোরআই-৭ প্রসেসর, থ্রি-ডি এলইডি ব্যাকলাইটের ১৫.৬-ইঞ্চির ডিসপ্লে, ২জিবি জিডিডিআর-৫ ভিডিও মেমোরির অত্যাধুনিক এনভিডিয়া জিফোর্স জিটিএক্স৬৬০এম চিপসেটের গ্রাফিক্স, ১৬০০ বাসের ৮জিবি ডিডিআর-৩ র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক।
গেমিংয়ের পাশাপাশি মনোমুগ্ধকর মাল্টিমিডিয়ার আনন্দ উপভোগ করার জন্য এতে রয়েছে আসুস সনিকমাস্টার অডিও প্রযুক্তির বিল্ট ইন স্পিকার এবং মাইক্রোফোন, বিল্ট ইন সাবউফার, ডিভিডি রাইটার, এইচডি ওয়েবক্যাম। এছাড়া বহুমাত্রিক এই ল্যাপটপটিতে রয়েছে ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান, মেমোরি কার্ড রিডার, ব্লুটুথ ৪.০, ৪টি ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট প্রভৃতি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।