আমাদের কথা খুঁজে নিন

   

বিয়াফুক গবেষণালব্ধ ডিগবাজি

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

বিষয়টা নিয়া ঘুমের মধ্যে চিন্তা করতেছিলাম। ইন্ডিয়ান মুভি কেন আমাদের দেশে দেখানো যাইতো না? যেইখানে ঘরে ঘরে জিটিভি/সনিটিভি চলার লাইসেন্স পাইছে। চলা মানে যেইসেই চলা না একেবারে দৌড়াইয়া দৌড়াইয়া চলতেছে। আমার দুস্ত রনির সাড়ে চারবছরের মাইয়া পুরা হিন্দিতে বাতচিত করে, করবো নাই বা কেন? কার্টুন চ্যানেলে হিন্দি, খেলার চ্যানেলে হিন্দি আর হিন্দি তো আমাদের দাদা ল্যাংগুয়েজ না সংস্কৃতের মত যে বুঝতে কষ্ট হইবে, বরঞ্চ হিন্দি হইলো আমগো ল্যাংগুর ভাইব্রাদার গুষ্টির। একটু এদিকসেদিক হইলেও বুঝতে অসুবিধা হয় না, ইয়াংগেউয়াংগে লইয়া বেশী সমস্যা হবার কথা না। তো যা কইতেছিলাম ঘরের মধ্যে হিন্দি চ্যানেল ঢুকাইয়া পুলাপানরে হিন্দি ভালো কইরা শিখাইয়া বাংলাভাষার যে পুনটা মারতেছে - সেইটা আমগো মাথায় ঢুকলো না। কারণ ঐখানে আমাগো অর্থনীতির পুনমারা খাওয়াটা চোখে পড়তেছে না। আর হিন্দি সিনেমা আইলে এফডিসির সেমি ব্লু ছবি দেখার লোক পাওয়া যাইবো না বইলা এই ডিপজলগো অর্থনীতির বারোটা বাজবো - এইটা বেশ মাথায় ঢুকছে। হালার ভুদাই কুনহানের! উঠতি পুলাপানের পুরা ভাষা চেঞ্জ হইয়া যাইতেছে সেইদিকে কুনো খেয়াল নাই, এইটার সাথে সাথে সংস্কৃতিগত উপাদান-সামগ্রীর একচেটিয়া বাণিজ্য চইলা যাইতেছে ইন্ডিয়ার হাতে সেইটা ভুদাই বাঙালীর কানের লোমে জায়গা পাইলো না! খালি সিনেমা আইসা তাদের অর্থনীতির পাছা এফোড় ওফোড় কইরা ফেলবে বইলা আন্দোলন চু.....ইছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।