যা দেখি,শুনি,অনুভব করি, আমি স্বপ্নি। তাই গল্পে রুপ দিতে চাই............... ২৩ শে মে, ২০১১ সকাল ১১:৩৯ িডবাস্বপ্ন এর দেয়া যেখানে শুধু রেগিং আর বিকৃত যৌন উন্মাদনা !! সভ্য সামাজের কলঙ্ক !!! আমাদের স্বপ্নের জাবি ক্যাম্পাস !!! (১-৫) পোস্টটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে জেনে বরই আনন্দিত হইলাম।আজকেও সে রিপোস্ট মেরেছিল।তারপর বাতিল। তার পোস্টের বিপরীতে আমার লেখাটি ছিলঃ যেখানে শুধু রেগিং আর বিকৃত যৌন উন্মাদনা !! সভ্য সামাজের কলঙ্ক !!! আমাদের স্বপ্নের জাবি ক্যাম্পাস !!!----------মহান ছাগু িডবাস্বপ্ন এর পোস্ট পড়ার পর আসেন সকলে মিলে এই ছাগুদের বর্জন করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।