আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ফোনের নিরাপত্তা

থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে

মোবাইল ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। সারাটা দিন বন্ধুর মতো সঙ্গ দিচ্ছে, সাহায্য করছে অতি প্রিয় মোবাইলটি। ভালোবাসার কোনো কিছু হারিয়ে গেলে সবারই খুব কষ্ট হয়। আর তাই আপনার পরম ভালোবাসার মোবাইল ফোনটিও যাতে হারিয়ে কষ্ট পেতে না হয় সেজন্য দরকার মোবাইল ফোনের নিরাপত্তা। বিস্তারিত দেখুন নিচে- ০ রাস্তায় হাঁটার সময় মোবাইল ফোন হাতে থাকলে সে বিষয়ে সজাগ থাকুন।

০ মোবাইল ফোনের দাম কমে গেছে। সাথে সাথে বেশি দামি মোবাইল ফোনের ব্যবহারও বাড়ছে। ভিড়ে দামি ফোন ব্যবহার করার ক্ষেত্রে সাবধান। ০ গাড়ির জানালা খোলা অবস্থায় ড্যাশবোর্ডে ফোন রাখবেন না। ০ দোকানে কেনাকাটা করতে গেলে ফোন হাতে বা ব্যাগে রাখুন।

০ ব্যক্তিগত যোগাযোগের নম্বরগুলো সিম কার্ডে সেভ করার চেষ্টা করুন। তাহলে সিম লক করে দিলে চুরি হওয়া সিম কার্ড থেকে কেউ নম্বরগুলো পাবে না। ০ কি-প্যাড ছাড়া ফোন লক করে রাখুন। এক্ষেত্রে ফোন চুরি যাওয়ার পর কেউ যদি লক খুলে ফেলে তবুও আপনার ফোনে থাকা সব যোগাযোগ নম্বর ডিলিট হয়ে যাবে। ০ নেটওয়ার্ক প্রোভাইডরের কাছে গিয়ে আপনার ফোন রেজিস্টার করে রাখুন।

তা হলে চুরি গেলে ফোনটা সহজেই লক করে দিতে পারবেন। কেউ আর ফোন ব্যবহার করতে পারবে না। ০ নিজের ফোনের বিষয়ে যাবতীয় তথ্য আপনার কাছে রেখে দিন। যেমন ফোনটির মেনুফ্যাকচারিং ডেট, রং, পিন নম্বর এবং সবচেয়ে জরুরি সিরিয়াল নম্বর বা ওগঊও নম্বর। আপনার ফোনের সিরিয়াল নম্বর বা ওগঊও নম্বর জেনে নিরাপদ জায়গায় সেভ করে রাখুন।

০ কোনো কোনো সার্ভিস প্রোভাইডার চার্জ নিয়ে পুরনো সিম থেকে নম্বর রিস্টোর করে দেয়। এর জন্য তাদের সঙ্গে আগে থেকেই কথা বলতে হয়। ফোন চুরি হওয়ার পরও আপনি হারানো সিমের নম্বরগুলো ফেরত পেয়ে যাবেন। IMEI নম্বর ফোনের কিবোর্ডে গিয়ে *#০৬# টাইপ করলে মোবাইল স্ক্রিনে ১৫ ডিজিটের একটা নম্বর দেখা যাবে। কোনো কোনো মোবাইল থেকে নম্বরটা ডায়ালও করতে হতে পারে।

মোবাইল ফোন হারিয়ে গেলে এই ১৫ ডিজটের নম্বরটা জানা থাকলে, পুলিশের সাহায্যে সহজেই মোবাইলটির অবস্থান জানা যায়। ০ ফোন চুরি হওয়ার পর পরই প্রোভাইডারকে এবং পুলিশকে জানান। আজকাল চুরি যাওয়া মোবাইল ফোন থেকে নানা ধরনের অপরাধসহ বোমা ফাটানোর মতো কাজকর্ম হচ্ছে। তাই সার্ভিস প্রোভাইডার ফোন লক করে দিলে চুরি যাওয়া ফোন দিয়ে কেউ কিছু করতে পারবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.