আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাস মনে রাখে

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

(দেশে দেশে পালিত হল শ্রমিক দিবস, তার কতটুকু আমরা ধারণ করতে পেরেছি আমাদের চারপাশের জীবন থেকে কিংবা এই একবিংশ শতাব্দীতে আমরা কতটুকু সোচ্চার শ্রমিকের ঘামের, দামের ব্যাপারে। তার পক্ষে আমার এই ক্ষুদ্র আয়োজন।) শ্রমিকের ঘামে বানানো সু্উচ্চ অট্রালিকা মালিক জানেনা কতটা ত্যাগের মহিমা লুকিয়ে আছে সে শুধু জানে কাড়ি কাড়ি টাকা দিয়ে বানানো দালান বিনিময়ে তাকে আরো আরো টাকা পেতে হবে, আরো বেশী যে শ্রমিকের রক্তে এটা বানানো যার মজবুত পেশী শক্ত হতে হতে পাথর যার ঘামের গন্ধ এখনো লেগে আছে প্রতিটি ইটে যার প্রেমিকার পবিত্র হাতের স্পর্শ আছে দেয়ালে হয়তোবা রাতজাগা কষ্টের তীব্রতা এর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তার কতটুকু মূল্য দেয় মালিক যে শ্রমিক এটা বানাতে গিয়ে ইট চাপায় মরে গেল তার কতটুকু মনে রাখে মালিক-সকল তাজমহলের পরতে পরতে যে সৌন্দর্য্য তার কতটুকু জানে সম্রাট শাহজাহান? যে শ্রমিক নিজের ঘামের বিনিময়ে বানাল এর স্তম্ভরেখা কিংবা যে নিজের সবটুকু উজাড় করে দিল অট্রালিকার তরে, তার কি হয় অট্রালিকার ক্ষুদ্রাতিক্ষুদ্র স্থানে আসন গ্রহন? ইতিহাস মনে রাখে সবই মালিকের টাকার কাছে সে বেঁচে না তার অমর পাতা কালের স্বাক্ষী হয়ে চলে এক একটা শ্রমিকের হাত এক একটা ইতিহাস বর্ণিত হয় শ্রমিকের ঘামে, দামে মালিক না দিলেও, দাম তার পায় সে ইতিহাস থেকে জীবন ফুড়ায় তার যদিওবা না পাওয়া দুঃখ শোকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.