আমাদের কথা খুঁজে নিন

   

রবিতে বিনিয়োগ কমাচ্ছে ডোকোমো

বাংলাদেশে থ্রি-জি নিলামের আগে ডোকোমো আর কোন বিনিয়োগ করবে না বলেও জানিয়ে দিয়েছে।
বুধবার রবির কর্পোরেট কাযালয়ে প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে রবি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ এ তথ্য জানান।
মাহতাব উদ্দিন আহমেদ বলেন, প্রতিকূল ব্যবসায়িক আবহ ও অনিশ্চয়তার কারণে রবিতে বিনিয়োগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ডোকোমো। এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে মালয়শিয়ার আজিয়াটা বারহাদ তাদের অংশীদারিত্বের পরিমাণ ৯২ শতাংশে উন্নীত করবে।
গ্রুপ ম্যানেজমেন্টর সম্মতি এবং নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সম্মতির পর এ সিদ্ধান্ত বাস্তবায়ণ হবে জানিয়ে মাহতাব বলেন, এজন্য ৩ থেকে ৬ মাস সময় লাগবে।


তিনি বলেন, মোবাইল ফোন অপারেটর ও সরকারি সংস্থাগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে দ্বিমত থাকায় বাংলাদেশের টেলিযোগাযোগ শিল্প এক বিরূপ পরিস্থিতিতে রয়েছে। তাই দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা এবং বিনিয়োগের তুলনায় লাভের পরিমাণ উল্লেখযোগ্য না হওয়ায় বাংলাদেশে আরো বিনিয়োগের বদলে রবি থেকে অংশীদারিত্ব কমানোর সিদ্ধান্ত নিয়েছে ডোকোমো।
মাহতাব বলেন, এনবিআর সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে তরঙ্গ বরাদ্দের ক্ষেত্রে অতিরিক্ত ভ্যাটের ইস্যুতে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়নও সে ইস্যুতে কাঙ্খিত প্রত্যাশা পূরণ হয়নি। তাই থ্রি-জি নিলামে রবি’র অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।
২০০৬ সাল থেকে রবি তাদের শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ প্রদান করেনি, কিন্তু এ সময়ের মধ্যে ২৬ হাজার ৭৭৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে রবি।

যাত্রা শুরুর দুই বছর পর ২০০৮ সালে ডোকোমো রবি’র সাথে অংশ নেয়। ডোকোমোর শেয়ার মূল্য ৩৮১ মিলিয়ন মার্কিন ডলার।
মাহতাব উদ্দিন আহমেদ বলেন, প্রথম প্রান্তিকে সুদ, কর, সাশ্রয়ী মূল্যে, ঋণের অর্থ পরিশোধ ইত্যাদি কারণে কোম্পানির আয়ের পরিমাণ কমেছে।
২০১৩ সালের প্রথম প্রান্তিকে রবি’র রাজস্বের পরিমাণ ১০ হাজার ৮০৬ মিলিয়ন টাকা যা গত প্রান্তিকের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ বেশি। সিম কার্ডের উপর উচ্চ করারোপ করায় সেই খাতে ১১৩১ মিলিয়ন টাকা পরিশোধের পর কোম্পানির লভ্যাংশের পরিমাণ কমেছে।


সংবাদ সম্মেলনে প্রধান বিপনন কর্মকর্তা প্রদীপ শ্রীবাস্তব, প্রধান মানব সম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ, এক্সিকিউ ভাইস প্রেসিডেন্ট (সিআরএল) মাহমুদুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.