আমাদের কথা খুঁজে নিন

   

রবিতে উপভোগ করুন ফ্রী মেগাবাইট,মিনিট,এম এম এস, এস এম এস – “রবি স্কোরবোর্ড” অফার দিয়ে।

হ্যালো টিউনার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আপনাদের জন্য আমি আজ একটি মজার পোস্ট নিয়ে হাজির হলাম। আপনারা যারা ফ্রী ইন্টারনেট ব্যবহার করেন তারা বোধহয় জানেন রবি তে ফ্রী নেট ব্যবহার করা যায় না। আমি আজ আপনাদের শিখাব কিভাবে রবিতে প্রতিদিন ১৫০ এমবি ফ্রী ইন্টারনেট ব্যবহার করতে পারেন। আমন্ত্রণ রইল আমার ব্লগে এ ঘুরে আসার জন্য।


 
প্রথমে ২৩ টাকা লোড করে “রবি স্কোরবোর্ড” অফার অন করে নিন এবং আপনার সিমে শুধুমাত্র “পে পার ইউজ” ইন্টারনেট প্যাকেজ আক্টিভ করুন।
For Androind and iPhone :
ডাটা কানেকশন অন করুন এবং অফ করুন। *৪৪৪*২৩# ডায়াল করে দেখুন আপনার ইউজেস এ ৩ টাকা হয়ে গেছে। এভাবে ডাটা কানেকশন অন এবং অফ করতে থাকুন । প্রতিবারের জন্য আপনার ইউজেস ৩ টাকা করে বাড়তে থাকবে।


*৪৪৪*১১# ডায়াল করে দেখুন আপনার জমাকৃত রান। প্রতি ১১ টাকা ইউজেস এর জন্য আপনি পাবেন ৫০ রান। প্রতিদিন আপনি সর্বোচ্চ ৯০০ রান করতে পারবেন। আপনার মেইন একাউন্ট থেকে যদি ৩ টাকা কেটে নেয় তাহলে একটু পর ফেরত দিয়ে দিবে।
 
For Nokia and Java Phone :
আপনার অপেরা মিনি অন করে সেটিংস থেকে ইমেজ অফ করে নিন।

এইবার google.com  অথবা খুব কম সাইজের একটি ওয়েবসাইটে এ ডুকুন এবং সাথে সাথে অপেরা মিনি বন্ধ করে দিন। *৪৪৪*২৩# ডায়াল করে দেখুন আপনার ইউজেস এ ৩ টাকা হয়ে গেছে। এভাবে বার বার google.com  অথবা খুব কম সাইজের একটি ওয়েবসাইটে এ ডুকুন এবং সাথে সাথে অপেরা মিনি বন্ধ করে দিন। প্রতি ১১ টাকা ইউজেস এর জন্য আপনি পাবেন ৫০ রান। প্রতিদিন আপনি সর্বোচ্চ ৯০০ রান করতে পারবেন।


কতবার ডাটা কানেকশন অন এবং অফ করবেন ?
৯০০ রান করার জন্য ১৯৮ টাকা ইউজেস লাগবে। সে জন্য ১৯৮/৩=৬৮ বার ডাটা কানেকশন/অপেরা মিনি অন এবং অফ করতে হবে। আর যদি কম রান করতে চান তো আর ও কম ডাটা কানেকশন/অপেরা মিনি অন এবং অফ করতে হবে।
৯০০ রান দিয়ে কি করবেন ? ১৫০ মেগাবাইট কিনতে পারবেন- ডায়াল *৮৫৫৫*৯০০*৬#
২২৫ মিনিট কিনতে পারবেন- ডায়াল *৮৫৫৫*৯০০*৪#
৪৫০ এম এম এস কিনতে পারবেন- ডায়াল *৮৫৫৫*৯০০*২#
৯০০ এস এম এস কিনতে পারবেন- ডায়াল *৮৫৫৫*৯০০*১#
অথবা আপনার পছন্দ মত যে কোন কম্বিনেশন এ মেগাবাইট,মিনিট,এম এম এস, এস এম এস কিনতে পারবেন।
আপনার ক্রয়কৃত  মেগাবাইট,মিনিট,এম এম এস, এস এম এস এর মেয়াদ জানতে এইখানে ক্লিক করুন।


খরচ ?
আমার এন্ড্রয়েড ফোনে ৩ থেকে ৫ পয়সা লাগে। নকিয়া ফোনে ১০ থেকে ২০ পয়সা লাগতে পারে।
আর দেরি কেন? শুরু করুন রান এবং উপভোগ করুন ফ্রী মেগাবাইট,মিনিট,এম এম এস, এস এম এস।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.