জানা গেছে, ১ জুন অনুষ্ঠিতব্য এই কনসার্টে উপস্থাপকের ভূমিকায় থাকবেন ঐশ্বরিয়া। তার সঙ্গে যোগ দেবেন স্বামী অভিষেক বচ্চন। কনসার্টটি বিশ্বব্যাপী নারীদের অধিকার এবং ক্ষমতায়নের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে কনসার্টের পরিচালক এবং ‘চাইম ফর চেঞ্জ’-এর সহ-উদ্যোক্তা বিয়োন্সি বলেন, “আমি খুবই আনন্দিত; কারণ চমৎকার সব শিল্পী এই কনসার্টে অংশগ্রহণ করতে এসেছেন। আমাদের উদ্দেশ্য হবে একসঙ্গে ভালো কিছু সময় কাটানো এবং পাশাপাশি বিশ্বব্যাপী নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।
”
বিষয়টি নিয়ে ম্যাডোনা বলেন, “পৃথিবীজুড়ে যে শিশুরা স্কুলে যায় না, তাদের ৬০ শতাংশই হল মেয়েশিশু। সেই হিসেবে পৃথিবীর দুই-তৃতীয়াংশ নারী অশিক্ষিত। আমি এটা মেনে নিতে পারি না। আমাদের এ অবস্থা বদলাতে হবে এবং আমরা বদলাব। ”
ম্যাডোনা আরও জানান, কনসার্টে গান না গাইলেও ঐশ্বরিয়ার সঙ্গে উপস্থাপনা করবেন তিনি।
এছাড়াও মঞ্চে থাকবেন ফ্রিদা পিন্টো এবং অস্কার বিজয়ী হলিউডি অভিনেত্রী জেসিকা চেস্টেইনের মতো তারকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।