আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাডোনার উপর নিষেধাজ্ঞা

সিনেমা চলাকালীন সময়ে এসএমএস করার অপরাধে পপ সম্রাজ্ঞী ম্যাডোনার উপর একটি মার্কিন মাল্টিপ্লেক্স চেন নিষেধাজ্ঞা জারি করেছে। অ্যালামো ড্রাফটহাউস সিনেমাস নামের ওই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে ম্যাডোনা নিজের কৃতকর্মের জন্য ক্ষমা না চাইলে তাকে আর ড্রাফটহাউসের কোনও সিনেমা হলে আর ঢুকতে দেওয়া হবে না।

জানা গেছে, নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টভ্যালে স্টিভ ম্যাককুইনের ‍‌সিনেমা ‌‌`১২ ইয়ারস এ স্লেভ' চলাকালীন এসএমএস ব্যাস্ত হয়ে পড়েন পপ কুইন। তাঁর পাশে বসা দর্শক তাঁকে টেক্সট করা বন্ধ করতে বললে উল্টে তাঁর উপর চোটপাট করেন ম্যাডোনা।

ড্রাফটহাউসের সিইও টুইট করে খবরটি প্রকাশ্যে আনেন। তিনি জানিয়েছেন প্রাথমিকভাবে মজা করে টুইট করলেও বর্তমানে তাঁরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব নিয়েই দেখছেন। ক্ষমা না চাওয়া অবধি ড্রাফটহাউসে আপাতত ম্যাডোনার সিনেমা দেখতে যাওয়া বন্ধ। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।