পৃথিবীতে এসেছি, চিহ্ন রেখে যেতে চাই ......
আমি দেখেছি আল্লাহ সব সময়ে আমার পাশে সহায় হন। ...সব সময়... তিনি যেটাই করেছেন আমার জন্য সেটাই আমার জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে।
...আপাত দৃষ্টিতে যেটা খুব খারাপ বলে মনে হয়েছে সেটাও একসময় দেখা যায় যে আমার জন্য একটা টারনিং পয়েন্ট হিসেবে এসেছে।
আজকেও সেটা দেখলাম। ধন্যবাদ আল্লাহকে।
তিনিই আসলেই আমার সব কিছু।
__________________________________________________________
সন্ধ্যায় আল্লাহ এর অশেষ করুনার নিদর্শন পেলাম। অনেক বড় একটা উপকার পেলাম। এজন্য ফুরফুরে মন নিয়ে সাইক্লিং করতে হাতিরঝিল এ গেলাম। একটা ল্যাপ কমপ্লিট করে রেস্ট নিচ্ছি এমন সময় একটা বাচ্চা এসে বলতেছে একটা আমড়া নিন ভাই... নিবো না নিবো না করেও ওকে খুশি করার জন্য নিলাম একটা।
একটা নেওয়া দেখে ওর মুখটা হাসিতে ভরে গেলো। হাসিটা দেখে অনেক ভালো লাগলো। তখন আরেকটা নিলাম। এটা দেখে সে আরও অনেক খুশি। টাকা দিলাম, সে হাসি মুখে চলে গেলো।
এমন সময় তাকে পিছন থেকে ডেকে ফিরালাম। বললাম, আজকে দুপুরে কি খাইছো?
-কিছু না...
-নাও এই আমড়া টা... এইটা তোমার জন্য কিনেছি, খাও।
বলে ওর হাতে গুজে দিলাম আমড়াটা। এই ঘটনায় সে এতটা অবাক হল যে বলার মতো না। আসলে যারা গরীব তাদের চাহিদা খুব একটা বেশি হয় না।
পাশেই আরেকটা পিচ্ছি আমড়া বেচতেছে, তাকে ডেকে এনে দুজনে শেয়ার করে খেল তারা। এটা দেখে আরেকটা কিনে দিলাম। সেটাও অনেক খুশি হয়ে তারা নিল। একটা চিপস কিনে দিলাম। এবারে একটু বেশিই অবাক আর খুশি হল।
মনে হয় সারাদিন কিছু না খেয়ে থাকার জন্য এটা পেয়ে একটু বেশিই খুশি হল...
...কেন জানি তাদের হাসিটা অনেক ভালো লাগতেছিল। নিরমল হাসি আর চোখে কৃতজ্ঞতা মেশানো চাহনি।
তারা যখন খুশি মনে খাচ্ছিল তাদের নাম জেনে নিলাম। সিয়াম আর সিফাত। দুই ভাই।
তাদের বললাম যে আমি মাঝে মাঝেই এখানে সাইক্লিং করতে আসি এখানে...
তাদের খাওয়া অবস্থায় আমি সাইকেল নিয়া হুট করেই চলে এলাম। তারা কয়েকবার ডাকল। শুনলাম না...
মাঝে মাঝে মানুষকে অবাক করে দিয়ে পালিয়ে আসতে ভালো লাগে আমার।
মাঝে মাঝে কিছু জিনিসের মধ্যে রহস্য থাকা ভালো। তারা হয়তো এরপর থেকে আমড়া বিক্রি করার সময় আমাকে খুজে মনে মনে।
হয়তো একদিন দেখা হয়েও যেতে পারে...
সেদিন হয়তো আমার নামটা তাদের বলা হবে...
____________________________________________________________
আপ্নাদের বলি, নিরমল আনন্দ যদি পেতে চান তবে শিশুদের কাছে যান, তাদের সাথে সময় কাটান... তাদের খুশি করার চেষ্টা করেন, দেখবেন অনেক ভালো লাগবে।
আল্লাহ মহান... তার প্রতি আমি সব সময়ে কৃতজ্ঞ।
=> Hasibul Islam Bappi
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।