আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল অপারেটর গুলোর G P R S সার্ভিস লুকায়িত শর্ত গুলো আর আমাদের আক্কেল সেলামী ...

নিজেকে খুজি সময়ের স্বপ্ন আলোয ...নিরবে অনুভুতি হাতরাই..

জি পি অফিসে গিযে ছিলাম একটি কাজে ফেরার পথে কিছু চিৎকার চেচামিচি থেকে ভেসে আসছিল গ্রহক : আমি ব্যবহার করিনি কিন্তু কেন বিল দিব ? কাউন্টার : স্যার আপনার এই সেবাটি একটিভ করা , তাই দিতে হবে। একটা আফসোসের হাসি না হেসে পারলাম না কারন জানি চিৎকার চেচামিচি করে অবশেষে এ বিল দিতেই হবে কোন মাফ নাই আমার ও তাই হয়ে ছিল তবে আমি চিৎকার চেচামিচি না করেই এ বিল দেই । আমরা কি ভুল করে ছিলাম আসুন তা বলি ........জি পি নতুন পোস্ট পেইড সংযোগ নিলে প্রথম তিন মাস ফ্রি G P R S ব্যবহার করতে পারবেন । এটি অনেক এ ব্যবহার করেন অনেকে খরেন না এ তে জি পি র কিছু আসে যায় না । সমস্যা শুরু আপনার ৪র্থ মাসের বিল দিতে গিয়ে কারন আপনি দেখতে পাবেন + ৩৫০/- অতিরিক্ত বিল, কেন? জি পি'র অপারেটররা নকল হাসি হেসে বলবে স্যার এটা G P R S বিল ..... কি? গ্রহক : আমি ব্যবহার করিনি কিন্তু কেন বিল দিব ? কাউন্টার : স্যার আপনার এই সেবাটি একটিভ করা , তাই দিতে হবে।

আপনি এই সেবা বন্ধ না করায় এই বিল ..... একটা জিনিস বুঝি না নতুন সংযোগ নেয়ার সময় কখনো ই তারা বলে না এই চোরা বালিটির কথা । আর আমরা মাসুল দিয়েই আসছি । আরও জঘন্য একটেল বা রবি একবার পোস্টপেইড এ রাতে নেট ফ্রি ত ব্যবহার করছি । যেহেতু ফ্রি, সার্ভিস টুকু ও খুব ই বাজে তবুও যেহেতু ফ্রি ব্যবহারে ক্ষতি কি.... বিপত্তি হলো ঠিক ঈদের ২ দিন আগে এই সেবা বন্ধ কোন নোটিস ছারা বিপত্তি হয়েছে যখন ৩ ঘন্টা ব্রাওজিং এর জন্য আমাকে গুনতে হয়েছে ১০০০/- টাকা। অভিযোগ করলাম তাদের ভাস্য এস এম এস পাঠিয়েছি ... কখন? কেথায় ? আমি ত পাই নি .. কিন্তু কে শুনবে এই সত্যুক এর কথা ।

শর্ত প্রজোয্যর ফাঁদে ..... তাই একটেল কে ক্লাস ছাড়াই মনে হয় ....সবো গুলো ও ... এ খন জি পি ১ জি বি তে স্হির হয়েছি উপদেশ নয় তবে সতর্ক থাকুন শর্ত গুলো থেকে .....একবার ধরা পরলে কাছে বন্ধু মেবাইল বসাবে পথে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.