নিজেকে খুজি সময়ের স্বপ্ন আলোয ...নিরবে অনুভুতি হাতরাই..
জি পি অফিসে গিযে ছিলাম একটি কাজে ফেরার পথে কিছু চিৎকার চেচামিচি থেকে ভেসে আসছিল
গ্রহক : আমি ব্যবহার করিনি কিন্তু কেন বিল দিব ?
কাউন্টার : স্যার আপনার এই সেবাটি একটিভ করা , তাই দিতে হবে।
একটা আফসোসের হাসি না হেসে পারলাম না কারন জানি চিৎকার চেচামিচি করে অবশেষে এ বিল দিতেই হবে কোন মাফ নাই আমার ও তাই হয়ে ছিল তবে আমি চিৎকার চেচামিচি না করেই এ বিল দেই । আমরা কি ভুল করে ছিলাম আসুন তা বলি ........জি পি নতুন পোস্ট পেইড সংযোগ নিলে প্রথম তিন মাস ফ্রি G P R S ব্যবহার করতে পারবেন । এটি অনেক এ ব্যবহার করেন অনেকে খরেন না এ তে জি পি র কিছু আসে যায় না । সমস্যা শুরু আপনার ৪র্থ মাসের বিল দিতে গিয়ে কারন আপনি দেখতে পাবেন + ৩৫০/- অতিরিক্ত বিল, কেন?
জি পি'র অপারেটররা নকল হাসি হেসে বলবে স্যার এটা G P R S বিল ..... কি?
গ্রহক : আমি ব্যবহার করিনি কিন্তু কেন বিল দিব ?
কাউন্টার : স্যার আপনার এই সেবাটি একটিভ করা , তাই দিতে হবে।
আপনি এই সেবা বন্ধ না করায় এই বিল .....
একটা জিনিস বুঝি না নতুন সংযোগ নেয়ার সময় কখনো ই তারা বলে না এই চোরা বালিটির কথা । আর আমরা মাসুল দিয়েই আসছি ।
আরও জঘন্য একটেল বা রবি
একবার পোস্টপেইড এ রাতে নেট ফ্রি ত ব্যবহার করছি । যেহেতু ফ্রি, সার্ভিস টুকু ও খুব ই বাজে তবুও যেহেতু ফ্রি ব্যবহারে ক্ষতি কি.... বিপত্তি হলো ঠিক ঈদের ২ দিন আগে এই সেবা বন্ধ কোন নোটিস ছারা বিপত্তি হয়েছে যখন ৩ ঘন্টা ব্রাওজিং এর জন্য আমাকে গুনতে হয়েছে ১০০০/- টাকা।
অভিযোগ করলাম তাদের ভাস্য এস এম এস পাঠিয়েছি ... কখন? কেথায় ? আমি ত পাই নি ..
কিন্তু কে শুনবে এই সত্যুক এর কথা ।
শর্ত প্রজোয্যর ফাঁদে .....
তাই একটেল কে ক্লাস ছাড়াই মনে হয় ....সবো গুলো ও ...
এ খন জি পি ১ জি বি তে স্হির হয়েছি
উপদেশ নয় তবে সতর্ক থাকুন শর্ত গুলো থেকে .....একবার ধরা পরলে কাছে বন্ধু মেবাইল বসাবে পথে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।