সহজ সরল কঠোর... পলি মাটির তৈরী
আপন শক্তির ভারে অহংকার মেশানো আত্মাগুলোকে প্রায়শই দেখি ভার্সিটির সামনে বসে ধুমসে সিগারেট টানছে। এরা নিজেদের সম্পর্কে কি ভাবছে? কি ভাবছে এই পৃথিবীর অপরাপর সৃষ্টিগুলোকে? এসব কি শুধু শুধু ই সৃষ্টি করা হয়েছে?
আমাদের ডিপার্টমেন্টের কালচারাল প্রগ্রাম। বরাবরই আমার তেমন আগ্রহ নেই। কারন আমি জানি কালচার অনেক শক্তিশালী একটা গনমাধ্যম। যার মাধ্যমে একটি জাতিকে পরিবর্তন করা সম্ভব।
কিন্তু সেই মাধ্যম সুস্থ লোকদের হাতে না থাকায় এর অসুস্থতা দিনে দিনে বেড়েই চলছে। আর আমাদের আলেমরা এটাকে বহু আগেই হারাম বলে যে ফতোয়া জারি করে রেখেছেন তার কড়াল গ্রাস থেকে মুসলিম তরুনদের মস্তিষ্ক এখনো বেড়িয়ে আসতে পারেনি। তাই তারা সকল সময়েই দ্বিধা দন্দের মধ্যে থাকে। কেউ কেউ এটাকে পরিপূর্ণ ভাবে এভোয়েড করে যাচ্ছে আবার কেউ কেউ আংশিক অংশগ্রহনকেই পরিপূর্ণতার প্রলেপে সাজানোর চেষ্টা করছে।
একটি বিপ্লবী আন্দোলনের যে বিষয়ে কঠোর মনোযোগ দেয়া উচিত তা হচ্ছে আপন সাংস্কৃতির প্রচার ও প্রসার।
কারন যুগটা সাংস্কৃতি/মিডিয়ার দখলে। এখন সমস্যা হচ্ছে এতো পরে বিষয়গুলো হালাল হয় যে ততদিনে সেই বিষয়ে যোগ্য ও প্রশিক্ষিত কোনো মানুষ তৈরী থাকেনা। যার ফলে পিছিয়ে যাওয়ার প্রতিযোগিতায় বরাবরই বাতিলের চেয়ে আমরা এগিয়ে আছি। এবং হয়তো আরো পেছাতেও আমরা সাচ্ছন্দ বোধ করবো।
ভাইয়ারা আপুরা এলেন।
বললেন তোমাদের মধ্যে যারা আগ্রহী যোগাযোগ করবে। সেদিন অন্যদের সাথে গেলাম রিহার্সাল রুমে। অনেক্ষন তাদের অভিনয় ও গান দেখলাম। সব শেষে নৃত্য হবে। নৃত্য শুরু হওয়ার আগেই দেখলাম পরিচালক ভাইয়া উঠে চলে গেলেন।
ফিরলেন ঠিক শেষ হওয়ার পর। মনে হলো তিনি নাচ ভয়ানক অপছন্দ করেন। আর আমি সেই যে নিচের দিকে চোখ দিলাম... আর তোলার রুচি হলোনা।
একটা মেয়ে নিজেকে সম্মানিত ভাবলে কখনোই দেহ পল্লব প্রদর্শন করার্থে মোচড়ামুচড়ি করতে পারেনা। এসবের মুদ্রা থাকলেই কি হয়?
এরা কি ভাবে?? এরা কি ভাবে দুনিয়ায় এদেরকে এমনিতেই ছেড়ে দেয়া হয়েছে গরু ছাগলের মত?
مَن كَانَ يُرِيدُ حَرْثَ الْآخِرَةِ نَزِدْ لَهُ فِي حَرْثِهِ ۖ وَمَن كَانَ يُرِيدُ حَرْثَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِن نَّصِيبٍ
Whoever desires the harvest of the Hereafter - We increase for him in his harvest. And whoever desires the harvest of this world - We give him thereof, but there is not for him in the Hereafter any share.
Tafsir al-Jalalayn
And whoever desires, in return for his actions, the harvest of the Hereafter, in other words, its gains, and that is reward, We will enhance for him his harvest, by multiplying in it the good deed up tenfold or more; and whoever desires the harvest of this world, We will give him of it, without multiplying [any of it], [giving him] only what is his [preordained] share; but in the Hereafter he will have no share.
যে কেউ পরকালের ফসল কামনা করে, আমি তার জন্যে সেই ফসল বাড়িয়ে দেই।
আর যে ইহকালের ফসল কামনা করে, আমি তাকে তার কিছু দিয়ে দেই এবং পরকালে তার কোন অংশ থাকবে না। (আস সুরা ২০)
হয়টো দূর্ভাগা এই জাতির উদভ্রান্ত তরুনদের জন্য আল্লাহ শুধু মাত্র দুনিয়া ই রেখেছেন।
আল্লাহ আমাদেরকে পূর্ণ শক্তি দান করুন এই সব বিভ্রান্তদের পথে আনতে এবং নিজেকে আরো উন্নত করতে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।