আমাদের কথা খুঁজে নিন

   

মানববর্জ্যে চালিত জেনারেটর

আফ্রিকা মহাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া একটা সমস্যা। কিন্তু নাইজেরিয়ার চার তরুণী এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, চার তরুণীর উদ্ভাবিত প্রযুক্তিতে বিদ্যুৎ তৈরি হবে মানবদেহের বর্জ্য থেকে।
মূলত মানবমূত্র থেকে তৈরি হবে এই বিদ্যুৎ। এই প্রযুক্তিতে এক লিটার মূত্র বা ইউরিন থেকে প্রায় ছয় ঘণ্টা একটি বাতি জ্বালানো যাবে।

  নাইজেরিয়ার রাজধানী লাগোসের বিজ্ঞান মেলায় ১৪ বছর বয়সী তিন কিশোরী দৌরা আইনা আদেবোলা, আকিন্দালে আবিওলা, ফালেকে ওলুয়াতৌইন এবং ১৫ বছর বয়সী বেল্লো এনিওলো মূত্র থেকে জেনারেটর চালানোর এই প্রকল্প জমা দেয়।   সঙ্গে সঙ্গে এই প্রকল্প দেশে বিদেশে অনেকের নজর কাড়ে।
যন্ত্রটির জন্য ইউরিন একটা ইলেকট্রিক সেলের মধ্যে রাখা হবে। সেখানে হাইড্রোজেন আলাদা হয়ে যাবে। এরপর এক ফিল্টারের মাধ্যমে তা পরিশোধন করা হবে এবং একটি সিলিন্ডারের মধ্যে জমা হবে তা।

এরপর তা তরল সোডিয়াম বোরেটের মধ্য দিয়ে চালিয়ে আরেকটি সিলিন্ডারে জমা করা হবে, যা হাইড্রোজেন গ্যাস থেকে বাষ্পীয় অংশ শোষণ করে নেবে। এরপর হাইড্রোজেন গ্যাস দিয়ে জেনারেটর চালানো হবে।
তবে এই প্রক্রিয়ায় হাইড্রোজেন উৎপাদনে যে শক্তি ব্যয় হবে, তার তুলনায় উৎপাদন কতখানি হবে সে বিষয়ে সংশয় প্রকাশ করেছে সিনেট।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.