আমাদের কথা খুঁজে নিন

   

সার্চনামা ০২-সাধারন দর্শকের দ্‌ষ্টিতে সার্চ



শিরোনামটা মনে হয় একটু ভুল হল। লেখা উচিত ছিল "সার্চ-আমার বন্ধু-বান্ধবের দ্‌ষ্টিতে"। সার্চ দেখার পর আমার বন্ধুদের কার কি প্রতিক্রিয়া হয়েছিল তার এ একটি সংকলন বলতে পারেন এ লেখা কে। এনিওয়ে,ভূমিকা আর বড় না করে একে একে তাদের মন্তব্যগুল তুলে ধরছি। #চরম একখান মুভি #যার জীবনে এক টুকরা সুখ ও নাই,সেও খোঁজ-The Search দেখে হাসি আটকে রাখতে পারবে না।

100% entertainment #এই মুভি যে না দেখসে,তার জীবন সাড়ে পনের আনা ব্যর্থ। #বেচারা পাভেল কে কেউ হস্পিটাল নিয়ে গেল না। শুধু শুধু প্রান দিল বেচারা। পাভেল এর জন্য এক বিন্দু অশ্রু। #সাহারা খাতুন এর পর বাংলাদেশ এর রম্য সংস্ক্‌তিতে এত বড় আন্দোলন আর আসে নি।

#ববি মাইয়াটারে বিয়াফক ভালা পাইলাম #আমার কাছে ত বর্ষাকেও চমৎকার লাগসে #খোঁজ-দ্যা সার্চ দেখলাম। Man,sometimes u just have to say nothing and take your hats off. #Spielberg,Cameron,Scorsese---u guys should come in Bangladesh & take a lesson of movie making from Iftekhar(da great director of Search) #বলিউড মুভির সাথে তুলনা করে সার্চের ইজ্জত ধুলায় মিশাবেন না,প্লিজ---dis is da first international movie ever made যেখানে এ্যাকশন এ কমেডি,কমেডি তে কমেডি,রোমান্স এ কমেডি,এমনকি এক্সট্রিম ইমোশনাল সিন এও কমেডি...টোটাল এন্টারটেইনমেন্ট #নায়কের প্রতিটি ডায়ালগ বাঁধিয়ে রাখার মত। উনি জীবনে দুইটি কাজ খুব নিষঠার সাথে করেছেন। এক হল জিম। দুই,S@ifur's এ একটা spoken course.আমি হলপ করে বলতে পারি পরিচালক,ভিলেন,সাইড নায়ক এরা সবাই নায়ক এর জিমমেট।

#একটা fan page খোলা দরকার- Jalil Mia Fan Club. #M A Jalil desrves Oscar #এই ছবি বালা না-কাটপিছ নাই। #খোঁজ করতে গিয়ে খোজাক্‌ত হয়ে এলুম। #যারা না দেখসে তাগোরে বুঝানো যাইবো না-বেশি জটিল-আরেকবার দেখতে মুঞ্চায় আজকে এতটুকুই। আপ্নাদের কোন মতামত থাকলে add করতে পারেন। সংবিধিবদ্ধ সতর্কীকরনঃসার্চ নিয়ে আর কিছু পোস্টানোর সুপ্ত বাসনা রাখি


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।