আমাদের কথা খুঁজে নিন

   

সার্চনামা ০১-সার্চের সেই অমর ডায়ালগগুলো



অবশেষে সার্চ দেখলুম। সার্চ নিয়ে বড়সড় কিছু লেখার প্ল্যান আছে। আজ একটু ব্যস্ত। আজ তাই সার্চ এর কিছু ডায়ালগ যা এরি মধ্যে লোকের মুখে মুখে ফিরছে,কালে কালে যেগুলো হয়তো অমরত্ব পাবে তার একটা ক্ষুদ্র সংকলন করার চেষ্টা করছি। #আমার নাম ফিফটি-ফিফটি।

ফিফটি পারসেন্ট কাজ আমি নিজে করি,বাকি ফিফটি পারসেন্ট করে ওরা দুই জন(ভাইজান কি কামকাজেও এই নীতি মেনে চলেন?) #আমার জন্য একটা সুন্দরী মেয়ে কষ্ট পাবে এ আমি কিছুতেই হতে দিতে পারি না(অনন্ত) #সুন্দরী মেয়েদের সাথে ভদ্র ব্যবহার করতে হয়(অনন্ত) #পোফেসনালদের পেচন থেকে গুলি করা মানায় না মাশ-তার(অনন্ত) #একজন সুন্দরী মেয়ে কিছু জিজ্ঞাসা করলে তার উত্তর দেয়া ভদ্রতা(এলিসা) #ওরে ফিফটি,আমার বুকে আয়,কতদিন তোকে বুকে নেই না রে ফিফটি(জাবেদ) #যেদিকেই যাই,ম্‌ত্যু আমার সুনিশ্চিত। তাই যাওয়ার আগে আরেক নায়িকারে গুল্লি মাইরা গেলাম(এডিটিত---রাহা) #আপনারা আমাকে যা ভাবছেন আমি আসলে সেরকম মেয়ে নই। আমি ভদ্র ঘরের মেয়ে। (এলিসা) #আমি তিন মআস কোমায় সিলাম। (অনন্ত) #u distroy(destroy) my country and I will distroy(destroy) u.(অনন্ত) #আমার নাম হাসান,মাহমুদ হাসান(কেউ এর সাথে My name is Bond.James Bond এর মিল খুঁজতে জাবেন না) #চোখের ও ইশারায়,হাজারো বাহানায়---পেয়ে যাবে হ্‌দয়ের খোঁজ---I am searching for my love(ক্লাসিকো গানের ক্লাসিকো লাইন) #দিনেতে সূর্য ভালো,চান্দের ই আলো নয়,রাতেতে চাঁদ যে ভালো সূর্যের ই আলো নয়...কেনো যে লোকে বলে পিরিতি ভালো নয় ভালো নয়(আরেকটি ক্লাসিকো গান) আজ এ পর্যন্তই।

আপনাদের যদি আরো কোন ডায়ালগ মনে থাকে ত add করতে পারেন। শেষ করছি এ মুভি টি নিয়ে আমার এক বন্ধুর মতামত দিয়ে---"যার জীবনে এক টুকরা সুখ ও নাই,সেও 'খোঁজ-The Search' দেখে হাসি আটকে রাখতে পারবে না...100% entertainment" So,guyz,have fun...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।