আমাদের কথা খুঁজে নিন

   

এলিয়েনের সাথে যোগাযোগ হবে একটি মারাত্বক চিন্তাঃ স্টিফেন হকিংস

রাজনীতির আবর্জনাগুলো বাদ দিলে আপনার সাথে আমার দ্বিমত খুবই সামান্য।

বিশিষ্ট বিজ্ঞানী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গনিতের সাবেক প্রফেসার স্টিফেন হকিংস বলেছেন, মহাকাশে এলিয়েন থাকতে পারে এবং এদের সাথে যেকোন যোগাযোগ করা থেকে বিরত থাকতে তিনি বলেছেন। কারন তার মতে এই ধরনের মহাকাশ প্রানীরা শুধু পৃথিবীর সম্পদই নষ্ট করবে। আমাদের শুধু নিজেদের দিকেই খেয়াল করা উচিত কিভাবে বুদ্ধিভিত্তিক জীবন উন্নয়ন করে এদের সাথে যোগাযোগ থেকে বিরত থাকা যায়। আমার মতে তারা বড়সড় কোন গ্রহে আছে এবং তাদের সকল সম্পদ শেষ করে ফেলেছে।

এই ধরনের অগ্রগামী এলিয়েনরা পৃথিবীতে মাইগ্রেন্ট করতে পারে এবং পৃথিবীর যেখানেই পৌছুক তারা সেখানে কলোনি বা উপনিবেস স্থাপন করতে পারে। যদি এলিয়েনরা পৃথিবীতে আসেই তাহলে তা হবে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মতই,যা কিনা স্থানীয় আমেরিকানদের জন্য মোটেই সুখকর ছিলনা। অধিকাংশ এলিয়েনের সম্ভাব্য ধারনা হল সাধারন microbes এর মত organisms, সেখানে তাদের অল্প সংখ্যকই পৃথিবীতে মানুষের জন্য বড় ধরনের ধ্বংসযগ্য ঘটাতে সক্ষম বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, আমার গানিতিক মেধায় ক্যালকুলেশনে মনে হয় এলিয়েনের অস্তিত্ব খুবই বাস্তব সম্মত। আসল চেলেন্জ হচ্ছে এলিয়েনরা দেখতে কেমন হবে তা বের করা।

documentary for the Discovery Channel পাশ্চাত্য যখন এভাবে চিন্তা করছে,চিন্তা করে দেখুন আমরা আছি কোথায়...বাংলা সিনেমা দেখলে মনে হয় বাঁশমুড়া থেকে বের হব যে কখন?রাজনীতি দেখে মনে হয় আফ্রিকার জন্গলেই তারচেয়ে ভাল। তারপরেও স্বপ্ন দেখি দেশটা একদিন হবে ডিজিটাল!স্পেস শিপ নিয়ে আমরাও একদিন উড়ব তবে স্পেসে না হলেও পুরাতন বিমান বন্দরে...... "বিশ্ব যখন এগিয়ে গেছে আমারা এখনো পিছে বিবি-তালাকের ফতোয়া খুজি কোরআন-হাদীস চসে" কবিতাটা ভূল হইলে দয়াকরে ঠিক করে দিবেন কেউ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।