আমাদের কথা খুঁজে নিন

   

মাননিয় গন দয়া করে মুক্তবাজার অর্থনিতির দোহাই দিবেন না.........।



আজকে সব জায়গায় মাননিয় গন মুখে ফেনা তুলে ফেলছেন মুক্ত বাজার অর্থনিতির দোহাই দিয়ে । মুক্ত বাজার বলতে আমরা যা বুঝি ,আমার যা দরকার তা নেব ওদের জা দরকার তা দিব (আমার ভুল ও হতে পারে কারন আমি অর্থনিতি বিদ নই )। কিন্থু সেটা খালি আমাদের কাছে প্রজজ্জ । আমরা ইন্ডিয়ান চেনেল যা আছে সবি দেখবো কিন্থু ইন্ডিয়াতে বাংলাদেশি চেনেল নিষিদ্ধ বাহ কি মুক্ত বাজার অর্থনিতি । অথচ ইন্ডিয়াতে আমাদের চেনেল এর খুবি চাহিদা সুধু দাদা দের কাছে না ,প্রতিবছর আমাদের দেশ থেকে যাওয়া বাংগালিদের কাছেও ।

মেয়েদের যোতো কিছু লাগে সবি আমরা দাদাদের কাছ থেকে আনবো কিন্তু দাদা দের কাছে চাহিদা থাকা সত্তেও আমরা ছেলেদের কোন কিছু পাঠাতে পারব না বাহ কি মুক্ত বাজার অর্থনিতি । মুক্ত বাজার অর্থনিতি সুধু ইলিশ এর বেলায় আর ফেন্সিডিল এর বেলায় । ওরা ইলিশ খাবে আমরা ফেন্সিডিল খাব আর তাকিয়ে দেখবো কিভাবে খোলা মেলা অর্থনিতি হয় । কি বিচিত্র এই দেশ কি বিচিত্র এই জাতি । মুক্ত বাজার এর দোহায় দিয়া আমরা হিন্দি গিলবো কিন্তু দাদা দের বাংলা গিলাতে পারবো না ।

মান এর দিক থেকে দাদাদের বাংলা চেনেল এর থেকে আমাদের চেনেল কত ভাল এটা তো সবাই শিকার করবেন । তাহলে মাননিয় গন কি এটা ভেবে দেখবেন না ,এটা কি মুক্ত বাজার এ পরে না ,নাকি দাদা দের কাছে সেটা বলার সাহস এ নাই। মাননিয় গন এখন এক টু নিজেদের দিকে তাকান না হলে নিজের অস্তিত্ত খুজে পাবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।