আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েরাই দুনিয়াডারে খাইল, আর গ্রামীণ খাইল মানুষের টাকা

ঘোরের মধ্যে আছি

মাইয়াগোরে দেখলে শালাদের আর কিছু খেয়াল থাকে না.....আরে ধ্যাৎ! আমি কি গ্রামীণফোনকে বেইল দেই????? আজ দুপুরে হিট ইঞ্জিন ল্যাব শেষে ক্লাসের দুই বান্ধবী সহ রুয়েটের সুপরিচিত সেই কনক্রীটের রাস্তা ধরে হেঁটে আসছিলাম। পথে এক ভদ্রলোক 'এক্সকিউজ মি...' বলে থামালো। গ্রামীণফোনের চামচা। নতুন P7 প্যাকেজ সম্পর্কে বলছিল আর গ্রামীণফোনের ইন্টারনেটের প্যাকেজগুলোর সুবিধার বিবরণ দিচ্ছিল। আমরা তিনজন একসাথে দাঁড়িয়ে ছিলাম কিন্তু লোকটা তার সমস্ত লেকচার দিচ্ছিল দুই ললনার উদ্দেশ্যে, যাদের ইন্টারনেট ব্যাবহার করার অভিজ্ঞতাই নেই।

আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কাণ্ড। আমি মাঝে একটু নাক গলাতে চাইলাম, কিন্তু শালা আমার দিকে ফিরেও তাকালো না! কি আর করব, মনে মনে হাসছিলাম আর কি। ল্যাবে ডিস্অ্যাসেম্বেল করা একটি পিটার ডিজেল ইঞ্জিনের পার্টস-পাতি ধরতে গিয়ে আমার হাতে মবিল লেগে হাত ময়লা হয়ে গিয়েছিল। ওই জন্যই হয়ত আমাকে শালার চোখে ধরল না। চোখে ধরল মাইয়া দুইডারে।

গেল গেল, দুনিয়াটা রসাতলে গেল। আর সেটা মাইয়াগো কারণেই। মাইয়াগোরে দেখলে শালাদের আর কিছু খেয়াল থাকে না। পাশে যে টকটকে লাল গেঞ্জি গায়ে দিয়ে দাড়িয়ে ছিলাম, তারপরও তার চোখে ধরল না.....আরে ধ্যাৎ! তুই যেদিক থেকে আসছস সেই দিকেই যা। আমি কি গ্রামীণফোনকে বেইল দেই????? ইন্টারনেটের জন্য আমি দু'বছর ধরে সিটিসেল জুম ব্যাবহার করছি।

গ্রামীণ হালা একটা ডাকাইত। সেট, সংযোগ, কলরেট, মডেম, ইন্টরনেট প্যাকেজ - সবকিছুতেই ডাকাতি করে। ) ) ) ) )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।