লুৎফর রহমান বাদল গত তিন বছর ধরে যখন যে দলের হাল ধরেছেন, সে দলেই খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাঁ হাতি ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের এই দুই সেরা ক্রিকেটার একসঙ্গে কখনো খেলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে, কখনো আবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। ২০১২-১৩ মৌসুমে প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগেই এক সঙ্গে খেলতে পারছেন না। বিচ্ছিন্ন হলেন দুই বন্ধু। এবার দুই জনে খেলবেন ভিন্ন দুই ক্লাবে।
কেননা আসন্ন মৌসুমের জন্য এই দুই ক্রিকেটারকে দলভুক্ত করার কোনো সুযোগই পাননি বাদল। বহুল আলোচিত লটারি পদ্ধতির প্রিমিয়ার ক্রিকেটের গতকালের দলবদলে 'এ' প্লাস ক্যাটাগরির চার ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব, তামিম ও নাসির হোসেন দলভুক্ত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে দলভুক্ত করার সুযোগ পেয়েছিল আবাহনী লিমিটেড। কিন্তু পরিকল্পনা না থাকায় দলভুক্ত করেনি সাকিবকে। দলবদলে এই চার ক্রিকেটারের পারিশ্রমিক ধরা আছে ২২ লাখ টাকা।
যা এবারের মৌসুমে সর্বোচ্চ।
নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলন করছে জাতীয় দল। অনুশীলন করছেন মুশফিক ও নাসির। ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছেন সাকিব ও তামিম। তামিম আজ দেশে ফিরছেন।
তবে সাকিবের দেশের ফেরার তারিখ এখনো ঠিক হয়নি।
লটারি পদ্ধতির দলবদলে কোনো ক্রিকেটারকে দেখা যায়নি গতকাল। সবাই ফোনে জেনে নিয়েছেন নতুন মৌসুমে তাদের দলের নাম। আবার ক্লাবগুলোও উৎসাহী হয়ে জানিয়েছেন ক্রিকেটারদের। দলভুক্ত করেই কলাবাগানের কর্মকর্তা রিয়াজ বাবু ফোনে অভিনন্দন জানিয়েছেন সাকিবকে।
সেলফোনের ওই প্রান্ত থেকে সাকিবও অভিনন্দন জানিয়েছেন কলাবাগানকে, তাকে দলভুক্ত করায়। গত মৌসুমে ভিক্টোরিয়াকে চ্যাম্পিয়ন হতে সামনে থেকে নেতৃত্ব দেন সাকিব। মুশফিক গত মৌসুমে খেলেছেন শেখ জামালে। গতকালের দলবদলে লটারিতে প্রথম সৌভাগ্যবান ক্লাব ছিল শেখ জামাল। লটারির এই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন জামালের কর্মকর্তারা।
প্রথম সুযোগেই দলভুক্ত করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে। টাইগার অধিনায়ককে দলভুক্ত করে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্লাবের সভাপতি মেজর (অব.) মঞ্জুর কাদের, 'আমাদের পরিকল্পনায় ছিলেন মুশফিক। গত মৌসুমে সে আমাদের অধিনায়ক ছিলেন। এবারও খেলবেন। গত মৌসুমে তিনি তিনটি সেঞ্চুরি ও তিনটি নব্বুইয়ের ঘরে রান করেছেন।
সে একজন ধার্মিক ক্রিকেটার এবং দলের প্রতি তার কমিটমেন্টও অনেক। তাকে দলভুক্ত করতে পেরে ভালো লাগছে। ' অবশ্য মুশফিককে না পেলে শেখ জামালের দ্বিতীয় পছন্দ ছিল নাসির।
নাসির হোসেন গত মৌসুমে খেলেছেন গাজী ট্যাংকে। এবার তিনি খেলবেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ায়।
ভিক্টোরিয়ার সভাপতি শওকত আলী জাহাঙ্গীর উচ্ছ্বসিত নাসিরকে দলভুক্ত করে, 'আমাদের পছন্দের তালিকায় ছিল নাসির। তাকে দলভুক্ত করতে পেরে ভালো লাগছে। ' সাকিব এবং তামিমকে না নেওয়ার সরাসরি কোনো ব্যাখ্যা দেননি ভিক্টোরিয়ার সভাপতি। তবে বুঝিয়েছেন, এই দুই ক্রিকেটারকে নিয়ে বড় ধরনের ধাক্কা সামাল দিতে হয়েছে ক্লাবকে। গেল মৌসুমে তামিম খেলেছেন ভিক্টারিয়ায়।
এই মৌসুমে খেলবেন ব্রাদার্স ইউনিয়নে। গোপীবাগের ক্লাবে খেলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি বাঁ হাতি ওপেনারের।
ভিন্ন মেজাজের, ভিন্ন আবেদনের এই দলবদলে মূল আলোচনায় ছিলেন এই চার ক্রিকেটার। এই চার ক্রিকেটারের অকশন দিয়েই শুরু হয় প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ-২০১২'র দলবদল। এই চার ক্রিকেটারকে দলভুক্ত করার জন্য ১২ ক্লাবের প্রতি আহ্বান জানান নির্বাচন কমিশনার মাহাবুব আনাম।
কিন্তু আগ্রহ প্রকাশ করেনি খেলাঘর ও সিসিএস। ফলে বাকি ১০ ক্লাবের মধ্যে লটারি হয়। সেই লটারিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন ও ভিক্টোরিয়া স্পোর্টিং দলভুক্ত করে 'এ' প্লাস ক্যাটাগরির এই চার ক্রিকেটারকে।
চার তারকার ঠিকানা
ক্রিকেটার : ক্লাব
মুশফিকুর রহিম : শেখ জামাল ধানমন্ডি ক্লাব
সাকিব আল হাসান : কলাবাগান ক্রীড়া চক্র
তামিম ইকবাল : ব্রাদার্স ইউনিয়ন
নাসির হোসেন : ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।