আমাদের কথা খুঁজে নিন

   

সিডিউল/টাইম সেট করে দিয়ে /অটো শাটডাউন করুন আপনার পিসিকে ছোট্র একটি ফ্রী ওয়্যার দিয়ে

বাঙলা আর হিন্দি গানের জন্য www.bdmusiczone.com

মনে করুন যারা রাতের বেলায় ডাউনলোড দিয়ে ঘুমিয়ে যান / ডাউনলোড দিয়ে বাইরে চলে যান তাদের জন্য এই সফটওয়্যারটি খুব কাজের হবে বলে আশা করি । মনে করুন আপনি কোন ফাইল ডাউনলোড দিলেন দেখা গেলো ফাইল ডাউনলোড হতে ২ ঘন্টা লাগবে এখনতো আর আপনি ২ ঘন্টার এটার জন্য বসে থাকতে পারেন না আপনার কাজ আছে বাইরে যেতে হবে।কিন্তু এই সফটওয়্যারটি থাকলে আপনাকে আর চিন্তা করতে হবে না কারন আপনি সেট করে দিলেন ২ঘন্টা পর পিসি অফ হয়ে যাবে তখন ঠিক দুই ঘন্টা পর আপনার পিসি অটো শাটডাউন হয়ে যাবে।আপনাকে পিসি বন্ধ করার চিন্তু করতে হবেনা। আবার অণেকে রাতে ডাউনলোড দিয়ে ঘুমিয়ে যায় তারাও টাইম সেট করে দিলে সময়মত পিসি অফ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন এই সফটওয়্যারটি কতটা প্রয়োজনীয় সফটওয়্যার । এই লিঙক হতে ডাউনলোড করে নিন সফটওয়্যারটি মাত্ত ১ মেগা এবঙ অবশ্য ফ্রীওয়্যার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।