অভিভাবক যখন যৈান নিপীডক,তখন একজন নারী/মেয়ে কোথায় যাবে?সমাজে অহরহ মেয়েরা তার নিকট স্বজনদের কাছে যৈান নির্যাতনের শিকার হয়। এ ক্ষেত্রে কখনো দূ-সম্পর্কের বাডীর পাশের মামা,চাচা,খালোর হাতে নির্যাতনের শিকার হয়ে থাকে। এধরণের অধিকাংশ মেয়েই লজ্জায় -শরমে কারো প্রকাশ করে না। অভিভাবকরা মেয়েদের মা,চাচার পর শিক্ষকদেরকে সব চেয়ে বেশি নিরাপধ মনে করে থাকেন। কিন্তু শিক্ষকদের হাতে ইদানিং অহরহ ছাত্রী য়ৈান হয়রানী শিকার হচ্ছেন। এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত স্থানেও উদ্যেগজনক হারে বেড়ে চলেছে। ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ড.কামাল হোসেনকে য়ৈান নিপীডনের দায়ে বিশ্ববিদ্যালয় থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এখন আবার ব্যাপক সমালোচনা, নিন্দা ও প্রতিবাদের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নে অভিযুক্ত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি, সহকারী প্রক্টর ও আল-বেরুনী হলের প্রভোস্ট ড. আবদুল্লাহ হেল কাফি বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে প্রভোস্ট ও সভাপতি পদ থেকে অপসারণ না করে এক মাসের ছুটি দেয়া হয়েছে। এ অবস্থা চলতে থাকলে সমাজ রাস্ট্র কোথায় গিয়ে দাড়াবে?
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।