ভাবনারা মাথার ভিতর অবিরত তুলছে ঢেউ
শীতলক্ষ্যা; তুই কেন এমন করলি
তোর উপর দিয়ে নৌকা করে সে যখন চলে গেলো,
কেন তুই তোর প্লাবনে ভাসিয়ে তাকে আমার কাছে নিয়ে আসিস নি?
কেন তুই শান্ত সুবোধ থেকে
তোর উপর দিয়ে তার চলে যাওয়ার পথ মসৃণ করলি
বল শীতলক্ষ্যা বল।
তার চলে যাওযার পর তোর পানি কেন নোনতা
হয়ে গেছে জানিস না? আমার চোখের বৃষ্টি
আর তুই এক হয়েছিস বলেই,
তোকে যখন স্পর্শ করি মনে হয় স্পর্শ করলাম
আমার কষ্টকে, তুই কেন এমন করলি আমার সাথে
বল শীতলক্ষ্যা বল।
শীতলক্ষ্যা রাগে, দুঃখে, অভিমানে
কতোদিন তোর কাছে যাইনি,
তুইও আমার প্রতি অভিমান করে আছিস?
নারে তুই যদি এমন করিস আমিতো আরও কষ্ট পাবো
তাতে তুইও কাঁদবি, চল না কষ্টটা ভাগাভাগি করে নেই, নিবি না?
বল শীতলক্ষ্যা বল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।