আমাদের কথা খুঁজে নিন

   

শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবি নিহত ২, নিখোঁজ ২

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে দুই নারী যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে। এছাড়া আরো ২ যাত্রী নিখোঁজ রয়েছে।

আজ দুপুর ২টায় দুটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে একটি যাত্রীবাহী নৌকার ত্রিমুখী সংঘর্ষে ওই নৌকা ডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলো  শরীফা বেগম (৬২) ও পারভীন আক্তার(১৯)। নিহত পারভীন আক্তার শহরের  ২ নং বাবুরাইল এলাকার আলী হোসেনের স্ত্রী ও শরীফা বেগম বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের মা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের এস আই আরিফ হোসেন জানান, দুপুর সোয়া ২টায় বন্দর খেয়া ঘাট থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় খেয়া ঘাট আসার পথে একটি যাত্রীবাহী নৌকার সঙ্গে এমভি সজীব অ্যান্ড তাসনাত ও এমভি বৃষ্টি নামে দুটি বাল্কহেডের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১০-১২ জন যাত্রীর মধ্যে বেশীরভাগ সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। তবে পরে নদী থেকে শরীফা ও পারভীন নামে দুই নারীর লাশ উদ্ধার করা হয়।

এছাড়া রিয়াজুল ও বাদল নামের দুইজন যাত্রী নিখোঁজ রয়েছে।

ঘটনার পরেই বিআইডব্লিউটিএ এর একটি ডুবুরী দল নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।