আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"
অতি উল্লাসে জড়াবে আমাকে
বুকের 'পরে ,যতই ছাড়তে চাই
বাঁধবে তত জোরে,চোখের বাঁকা টানে
নিতম্বের অকপট সুরে
হৃদয়ের গোপন উর্ণের গিঁটে।
পথের ঝরা ফুল,তুলে নিবে আঁচলে
গেঁথে বিরহী ফুলের মালা
ডাকবে আমায় আপনমনে
বসে দক্ষিনা বাতায়নে
হিমেল বাতাস শোনাবে তোমায়
আমার ই পদধ্বনি।
কত রাত জাগা,শত বিহবলতা
উষ্ন অনুভুতি .......অব্যক্ত
তারাও গাইবে আমার আগমনবার্তা, আমার সুরধ্বনি।
অস্পষ্ট স্বরলিপি সহ পদ্যের পাতাটা
দিব বাম হাতে বাড়িয়ে ।
নিও ডান হাতে রাখিও বুকের 'পরে,চোখ বুজে
শুনবে,গুমরে গুমরে কাঁদা ক্লান্ত হৃদয়ের অস্ফুট স্বর।
দেখবে জীবনের মরা নদী বাঁকে হাঁকে
নোংগর করা ব্যর্থ ভয়ার্ত নাবিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।