₩℮ℓ¢☻₥℮ Ŧ◙ ღẙ Ħє†† ☠
ভোলা-৩ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছে না জামায়াতে । কারন হিসাবে দলটির স্থানীয় নেতারা জানিয়েছেন, কেন্দ্র থেকে তাঁদের বলা হয়েছে, যেহেতু এ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে না। ফলে মরিয়া হয়ে নামার দরকার নেই।
চারদলীয় জোটের আরেক শরিক বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতা-কর্মীদের অবশ্য বিএনপির সঙ্গে কাজ করতে দেখা গেছে।
তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে জামায়াত ও চারদলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে শরিকদের মাঠে নামার অনুরোধ করেছিলেন বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ।
তখন জামায়াত নির্বাচনী ময়দানে জোরালোভাবে নামার প্রতিশ্রুতিও দিয়েছিল।
তবে গত ১০ দিনে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় বিএনপির প্রার্থী হাফিজউদ্দিনের পক্ষে জামায়াতের কোনো গণসংযোগ চোখে পড়েনি। দলটি আলাদাভাবে কোনো প্রচার চালায়নি, বিএনপির প্রচারণায়ও তাদের অংশ নিতে দেখা যায়নি।
সূত্র: প্রথম আলো
আরও একটা কারন হাফিজউদ্দিন (বিএনপির প্রার্থী) একজন স্বনামধন্য মুক্তিযোদ্ধা। এই দলটা এখনও স্বাধিনতা এবং সকল স্বাধিনতার স্বপক্ষ শক্তির বিরোধিতা করে থাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।