টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, শনিবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। শেষ হবে বিকাল ৪টায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনে সহিংসতার কোন আশঙ্কা নেই। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা তাদের ভোট প্রয়োগ করতে পারবে নির্বিঘ্নে।
”
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থার প্রায় ১ হাজার সদস্য নিয়োজিত রয়েছে।
আওয়ামী লীগের শওকত মোমেন শাজাহানের মৃত্যুতে বাসাইল ও সখিপুর উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি শূন্য হয়।
সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় স্ট্র্রাইকিং ফোর্স হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে মাঠে নেমেছে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীসহ মোট পাঁচজন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাদের মধ্য থেকে নিজেদের জনপ্রতিনিধি বেছে নেবেন ৩ লাখ ৭ হাজার ৩৮২ জন ভোটার।
প্রয়াত সাংসদের ছেলে অনুপম শাহজাহান জয় এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীকে লড়ছেন। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মালেক মিঞা প্রতিদ্বন্দ্বিতা করছেন হরিণ প্রতীক নিয়ে।
জাতীয় পার্টির (জেপি) প্রার্থী সাদেক সিদ্দিকীর প্রতীক বাই-সাইকেল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ আজাদ আনারস ও লিয়াকত আলী মোরগ প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে আছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কৃষক-শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী মনোনয়ন পত্র জমা দিলেও ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে এর বিরুদ্ধে তিনি আপিল করলেও হাইকোর্ট তা খারিজ করে।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৩’শ ৮২ জন। মোট ভোট কেন্দ্র ১১৭টি।
প্রতি কেন্দ্রে একজন করে ১১৭ জন প্রিসাইডিং অফিসার, প্রতি ভোটকক্ষের জন্য একজন করে ৭১১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৪২২ জন পোলিং অফিসার এ নির্বাচনে দায়িত্ব পালন করছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।