হে ক্ষনিকের দেখা পথচারী; আমার ফিরে যেতে সাধ জাগে সেই রাতে, সেই শান্ত গভীর রাতে। ঘুটঘুটে অন্ধকার সেই রাতে; পথের মাঝে মানুষ তো দূরে থাক, রাত জাগা পাড়ার কুকুরগুলোও মুখ লুকিয়েছে এদিক-সেদিক। আমাকে বহন করা রিকশার চালক, আমার গন্তব্য নিয়ে পূর্বের মতো আর বেশি আগ্রহী নয় বরং সে খুশি মনেই রিকশার প্যাডেল ঘুড়াচ্ছে। ফুলার রোড থেকে কলাভবনের পথে যেতেই তোমারদের সাথে দেখা, তুমি এবং তোমার বন্ধুরা আনমনে গান গাইতে গাইতে ফুটপাত ধরে হাটছিলো। গভীর রাতে একা একটি মেয়েকে রিকশায় যেতে দেখে তোমরা অবাক হয়েছিলে কিনা জানি না কিন্তু তোমাদের আগুনের দরকার ছিলো, তাই রিকশাটাকে দেখেই তুমি চেঁচিয়ে উঠলে... ‘আগুন আছে?’ তোমাদের কোন ধারনাই ছিলো না, রিকশা থামিয়ে আমি দেয়াশলাই দিবো। তুমি খুব অবাক হয়ে আমার গন্তব্য জানতে চাইলে, আমি জানালাম গন্তব্যহীন এক পথিকের মতো আমি আজ ঘুড়ে বেড়াবো সারা রাত। জানলাম তোমরা ভার্সিটির আবাসিক হলে থাকো, প্রায় রাতে ঘুরে বেড়াও রাস্তায় কিন্তু কোনদিন এতো রাতে একা একটি মেয়েকে গন্তব্যহীন ভাবে ঘুরতে দেখোনি। তুমি আরো বেশি অবাক হলে, চাইলে তোমাদের সাথে থাকি বাকি রাতটুকু, জানতে চাইলে আমার গল্প...কেনো জানি না প্রত্যাখ্যান করলাম, হয়তো নিজের সাথেই সময়টুকু কাটাতে চাচ্ছিলাম। দেয়াশলাই ফিরিয়ে দিয়ে তুমি ভালো থাকতে বললে, আমি তোমাদের পিছনে ফেলে চলে গেলাম গন্তব্যহীন অজানা পথের দিকে কিন্তু অনুভূব করলাম...তোমাকে আগুন দিয়ে, এক উত্তাপ নিয়ে এলাম।
আজ-কাল সূর্য সেন হলের আশে পাশে যাওয়া হচ্ছে খুব...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।