অভ্র'র মাধ্যমে বাংলা ভাষাকে রাতারাতি তথ্যপ্রযুক্তিতে সর্বোপরি ইন্টারনেটে প্রতিষ্ঠা করেছেন তারুণ্যের বিজয় পতাকা বহনকারী মেহ্দী হাসান খান এবং তাঁর টিম। এঁদের মূল্যায়ন অপেক্ষা করছে আগামী দিনগুলোতে।
আমার সামর্থ্য থাকলে কোটি টাকার মুকুট বানিয়ে মেহ্দী হাসান খানের মাথায় পরিয়ে দিতাম। (আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিতে পারি কি?)।
একটি ভবিষ্যৎবাণী করে রাখি।
বাংলা ভাষা সংক্রান্ত সেরা পদক একুশে পদক যত তাড়াতাড়ি সম্ভব এই টিমকেই দেওয়া হবে। জাতীয় পদকও তাঁরা পাবেন। না হলে, ওসব পদকের মর্যাদাহানী ঘটবে। আমাদের পরবর্তী তৎপরতা হবে, যত তাড়াতাড়ি সম্ভব একুশে পদক-জাতীয় পদক যেন মেহ্দী হাসান খান ও তাঁর টিমকে প্রদান করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।