আমাদের কথা খুঁজে নিন

   

ছবিটা অসত্য তবে সত্যটা কি আইনমন্ত্রী?

ধর্ম ব্যবসায়ীদের কাছে ধর্ম নিরাপদ না। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের কাছে দেশ নিরাপদ না। নাস্তিকেরা মৌলবাদীদের থেকে উন্নত মানুষ না।
এই ছবিটা নাকি অসত্য? সত্যটা কি? এই দেশের যে কিছুই হবে না! তা আ.লীগ বিএনপির দলীয়করন দেখেই বুঝা যায়। চেতনার নাম দিয়ে পুরো দেশটার বারোটা বাজানো হচ্ছে! কোন জায়গায় বাদ আছে যে যেখানে দলীয় লোক নিয়োগ দেয়া হচ্ছে না? দেশের সব মানুষই কোন না কোন দল করে।

তার মানে এই নয় যে অপরাধী এবং অযোগ্য লোক কে শুধু মাত্র দলীয় কারনে বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হবে। একটা কথা চিরন্তন সত্য হয়ে থাকবে এই বাংলাদেশে... যত দিন মুজিব এবং জিয়ার পরিবারের কোন শেয়াল কুকুরের নিঃশ্বাস বাংলাদেশে থাকবে তত দিন এই দেশের মানুষ কে নিঃশ্বাস বন্ধ করে থাকতে হবে আধা মরা হিসেবে। সত্য কে কিভাবে আ.লীগের মোড়কে মিথ্যা বানানো যায় তা আইনমন্ত্রী শফিক আবার প্রমান করেছে। একটা জলন্ত ছবি কে অসত্য বলছে। তাহলে সত্যটা কি? শফিক আহমেদের আরেকটা চশমার দরকার? গতকাল কে খুশি হয়ে ছিলাম যে প্রধান বিচারপতি দুই জন অপরাধী কে বিচারপতি হিসেবে শপথ পাঠ করায় নি।

কিন্তু আজকে আইনমন্ত্রীর বক্তব্য শুনে মনে হলো.. সবই মিছে... আইনমন্ত্রী শফিক প্রধান বিচারপতির চেয়ে ও ক্ষমতাবান! তাই স্বাধীন বিচার বিভাগের দলিল পত্র কি আবালের দলে খাইয়া পালাইলো? ব্যারিষ্টার রফিকের কথাই সত্য... "ঈশ্বরের পরে অ্যাটর্নি জেনারেল"। আর ঈশ্বর হাসিনার চ্যালা শফিক। এরই বলে দিন বদল? শেখ হাসিনা যেমন কানা তারা চামচারা এর চেয়ে ও বেশী কানা। আশকরি সে এক দিন এর জন্য বাঁশ ডলা খাইবে। এই সব ব্যারিষ্টারের .... বাপ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।