আমাদের কথা খুঁজে নিন

   

খোমেনী ভাই, ছবিটা মনে পড়ে?



মুক্তিযুদ্ধা শহীদুল ইসলাম লালুরে নিয়া পিয়াল ভাইর লেখা পোস্টে ভয়ংকর একটা মন্তব্য পড়লাম। খোমেনী ইহসান নামে একজন ব্লগার আপত্তিকর কথা বলছেন যে যুদ্ধাপরাধী আর স্বাধীনতাবিরোধীগো রেহাই দিয়া মুক্তিযোদ্ধাদের জন্য মাঠে নামতে। খোমেনী ইহসান বলেছেন: এই পোস্টটা পড়ে কার কী লাভ হবে জানি না তবে পোস্টের মন্তব্যের ঘরে অনেক অশ্রু বর্ষিত হবে যাকে মুক্তিযোদ্ধাদের প্রতি ঋণ শোধ মনে করে অনেকেই পুলক বোধ করবেন কিন্তু আমার ভেতরে প্রচন্ড ঝড় বয়ে যাচ্ছে হায় এ কোন দেশে আছি? এ দেশে যা কিছু হয় সব রাজাকারদের কেন্দ্র করেই। তাদের বিচারের জন্য দেশে মন্ডপ তৈরি হয়, মিনার তৈরি হয় অনশন হয় খানাপিনা হয় তাদের বিচার করার জন্য যেমন চাপ থাকে তেমনি বিচার না করার চাপ থাকে তাদের দেখভাল করার দায়িত্ব শুধু বাংলাদেশই নেয় না বাইরের রাষ্ট্রও নয় তাই তারা খারাপ থাকতে পারেন না মনে হয় বাংলাদেশে তারাই প্রথম শ্রেণীর নাগরিকই নন শুধু তারা আন্তর্জাতিকও তাদের দেখার জন্য রাষ্ট্রের অভাব নাই কিন্তু যারা বাংলাদেশটা বানাইলো, এর জন্য রক্ত দিলো, শ্রম দিলো তাদের দেখার জন্য কেউ নেই তাদের পরনের লুঙ্গি নাই, ভাতের থালায় ভাত নাই এইটা দেখার কেউ নাই বাংলাদেশ রাষ্ট্রও তাদের দেখতে চায় না দেখতে বাধ্য করার জন্য এই দেশকে কেউ চাপও দেয় না সৌদি, পাকিস্তান, ভারত, আমেরিকা, চীন, রাশিয়া কেউই আমাদের মন্ত্রীদের বলে না যে তোমাদের মুক্তিযোদ্ধরা না খাইয়া, না পিন্দা আছে তাদের কেন দেখো না তাদের না দেখলে আমরা তোমাদের চাপ দিমু সাহায্য বন্ধ করে দিমু কিন্তু রাজাকারদের জন্য তারা মন্ত্রীদের গোয়ায় ছাপ্পর মাইরা নির্দেশ নামা ঝুলায়া দেয় তারপর মন্ত্রীরা প্রতি দিন গোয়ার দিকে তাকায় আর রাজাকারদের কোন সমস্যা করা যাবে না এইটা ইয়াদ করে কী আর করা! এমতাবস্থায় এই ব্লগে যারা রাজাকারদের বিচার চাওয়ার যুদ্ধ করে বীর শ্রেষ্ঠ, বীর প্রতিক ও বীর উত্তম ইত্যাদি খেতাব অর্জন করেছেন তাদের প্রস্তাব করিতে চাই আপনারা দয়া করে রাজাকারদের বাল ছেড়াছেড়ি বন্ধ করেন গতরে যদি একটু শক্তি থাকে তারে মুক্তিযোদ্ধাদের বাচায়া রাখার কাজে লাগান শুইনে রাইখেন যে দেশে মুক্তিযোদ্ধাদের ভালো রাখারই উদ্যোগ থাকে না সেই দেশে রাজাকারদের বিচার দাবি ফালতু কথা, একট ব্যাবসা ও বেশ্যামি কারণ মুক্তিযুদ্ধ নিয়া যদি আমাদের প্রথম কোন কর্তব্য স্থির হয় সেইটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের বেচে থাকার অধিকার ও সুযোগ নিশ্চিত করা এইটা কোন প্রমাণ না রেখে নিজামীর বাল ধরে টানাটানি খুব বেমানান তাই এই ব্লগে একটা প্রস্তাব রাখছি আপনারা যদি পারেন মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করেন, আমি দুয়েক জায়গায় উদ্যোগ নিয়ে দেখেছি আপনারা রাজাকারদের কাপড় টেনে তাদের গোয়া দেখতে যতো না আগ্রহী তার চেয়ে অনেক বেশী অনাগ্রহী একজন গরিব মুক্তিযোদ্ধার পেটপুরে ভাত খাওয়া দেখতে। কেউ তারে এইটা কেন বললেনা এই মুক্তিযোদ্দাদের সব সর্বনাশের কারণ এইসব যুদ্ধাপরাধীরা।

এই শুয়রগুলা ছাড় পাইতে পাইতে ক্ষমতায়ও চইলা আসছে, তারপর ইতিহাস বই থিকা নিজেদের পাপ মুইছা দিতে চাইছে। মুক্তিযোদ্ধারা কখনই মাথা তুলতে পারে নাই তাগো ষড়যন্ত্রের লাইগ্যা। এরা প্রকাশ্যে মুক্তিযোদ্ধারে লাথি মারে। আর এদের বিচার না কইরা আপনে কন মুক্তিযোদ্ধাগো নিয়া ভাবতে? আপনারে ধিক। পিয়াল ভাইর ওই পোস্টের ছবিটা তুইলা দিলাম।

দেইখা আরেকবার ভাবেন লজ্জা লাগে কিনা কথাগুলার লাইগা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.