আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুহীন

আত্ম প্রতিকৃতি

বন্ধু হীন এ প্রাণ আজ তৃষ্ণার্ত খুব। বন্ধুহীন এ জীবন কি মানবের? নাকি মনিবের ইশারায় শুধু পুতুলখেলা, রঙিন বিশাল আঙিনায়? অভিনয় কি অভিনেতার অন্তর মানে- নাকি এও এক বিশ্বাসঘাতকতা নিজের সাথে? বন্ধুবেশে ঘুরি, রাখি হাত মানুষের হাতে। ভরসা আছে কি কোনো, বিশ্বাস আছে কি তাতে? বড় ভয় হয়, যদি বন্ধু সরে যায় কাছে যেতে তাই, ঘন হতে আজ সংশয়। যত কাছে যাই, তত দূর হই দূরত্ব বাড়ে বন্ধুর সাথে। আমি মানুষ নই, নিজেকে ডরাই, হিংস্র হায়েনার মুখ আয়নায় ভেসে উঠে।

মানুষের কান্নার সুর বড় পরিচিত লাগে। ঘনিষ্টতার আগে আপন বন্ধুর কোলে মাথা রেখে মানব শিশুর মতো নিরাপদ ঘুম, জেগে উঠি আপন ইর্শায়। কাঙালের মতো নিজেরে খুঁজি কোনো বন্ধুর বাহুবেষ্টনে, অতি প্রেমে শায়িত আমার দেহ। নিজের সাথে কোলাকুলি বন্ধুহীন, প্রসারিত হাত আমার দিকে লবনাক্ত রেখায় মুখাবয়ব কাকুতিভরা, নিজেরে দেখিনা তখন, লুকানো মানবদেহ দম্ভের কালো ছায়ায়। শুধু আর্তি, বন্ধু আয় আয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।