আমাদের কথা খুঁজে নিন

   

সাতদিনের শেষ কবে?

এই ব্লগের সব মৌলিক লেখার স্বত্ব লেখকের নিজস্ব। মৌলিক লেখা অনুমতি ব্যতিরেকে অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

আমি একজন শৌখিন ব্লগার। ব্লগে আসার সুযোগ আমার খুব কম। ব্লগে আসি একটা শেয়ারড পিসি ব্যবহার করে।

সামহোয়ারইন ব্লগের লেখা পড়ে ভাল লেগে যায়। ইচ্ছে জাগে নিজের নামেও একটা ব্লগ নিক রেজিস্ট্রেশন করে ফেলি। যে ভাবনা, সে-ই কাজ করে ফেলি একদিন। ব্লগ লিখবো তবে নিজের নামটা গোপন করে— এই ভাবনা থেকে একটা ব্যতিক্রমী নিক বেছে নিলাম। ব্যস হয়ে গেল আমার নিক রেজিস্ট্রেশন।

আমিতো আনন্দে আটখানা! আমাকে আর ধরে কে!! কিন্তু আমার আনন্দ পানি হতে বেশী সময় লাগলো না। যেহেতু আমি ব্লগে আসি শেয়ারড পিসি হতে তাই ব্লগে আমার খুব বসা হয়ে ওঠেনা। পোস্টও খুব একটা করার সুযোগ হয়ে ওঠে না। তারপরও ব্লগে আসি মাঝে মাঝে, দু’ একটা পোস্টও করি। দিন যায়, সপ্তাহ গড়ায়, সপ্তাহ শেষে পক্ষ, তারপর মাস।

একে একে চার মাস পার হয়ে গেলো। আমার স্টাটাস ‘ওয়াচ’ হতে আর নড়ে না। একটানা চার মাস তিন সপ্তাহ হলো আমার ব্লগ রেজিস্ট্রেশনের বয়স, পোস্ট করেছি পাঁচটি, এখনো আমার স্টাটাস ‘ওয়াচ’। আমার ব্লগার স্টাটাসে এখনো লেখা আছে: আপনি নতুন ব্লগার। সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম।

আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন। আমার লেখা যদি কে উ না-ই পড়তে পারলো, তবে আমার লেখার স্বার্থকতা কি? কেউকি বলতে পারবেন কত মাস কতদিন পর এই ব্লগীয় সাতদিন শেষ হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।