আমাদের কথা খুঁজে নিন

   

ডেস্কটপ থেইকাই ফেসবুকে আপুদের সাথে চ্যাট করবেন যেমনে

তোমার যত অভিনয়, আর স্বস্তা কান্না... শুনিয়ো তোমার বিবেকটাকে সামনে ধরে আয়না

ফেসবুকে ঢোকার টাইম নাই, (আসলে পড়েন নেটের এত স্পীড যে ঢুকতে ইচ্ছা করে না ) তাই ডেস্কটপে বইসা বইসাই চ্যাট করেন। যেই সফ্টওয়ার লাগবো: পিজিন pidgin ইউজার এখন ঘরে ঘরেই পাওয়া যায়, আর আপনি যদি পিজিন ব্যবহার না করেন, তাইলে সেটাপ মাইরা দেখতে পারেন, একসাথে ইয়াহু, গুগলটক, এমএসন সবকিছুতেই চ্যাটানো যায় এইটা ইউজ কইরা। আর ইয়াহু ম্যাসেঞ্জার এত্তো স্লো আর বাগি, কি কমু মেজাজ খারাপ হয় আমি তাই ম্যালা আগে থেইকাই পিজিন ইউজ করি। ইয়াহুর মত ভং চং কম, কিন্তু ম্যালা কামের। ক্র্যাশ করে না বললেই চলে। পিজিন দিয়া যেমনে ফেসবুকে চ্যাট করবেন: একাউন্ট ট্যাবে ক্লিক কইরা ম্যানেজ একাউন্টে ক্লিক করেন। তারপর add বাটনে ক্লিক করেন, নতুন একাউন্টের উইন্ডো আইবো। তারপর নিজেই পারবেন। না পারলে এইখানে দেইখা লন , বইসা বইসা কপি মারতে ইচ্ছা করতাছে না। বাইরের সাইটে লিংক দিছি বইলা মাইনাস দেওয়ার আগে ভাবেন তো আপনার কতখানি টাইম বাচায়া দিলাম ডেস্কটপে চ্যাটের ব্যবস্থা কইরা দিয়া আর আমার মত এন্টি ফেচ্বুক পাবলিকরাও মাইনাস দিয়েন না, কারণ ভাবেন তো ফেচ্বুক-খোরদের কতখানি টাইম নষ্ট করণের ব্যবস্থা করলাম পোস্ট টা দিয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.