খুঁজছি.....
তোমাকে বলিনি...
সুদীর্ঘ নিরবতায় নৈঃশব্দ স্পষ্ট হয় আরো।
আমার কথাগুলো হারিয়ে যায় দুর থেকে দুরতর অন্ধকারে
আমি তো দুঃখ চাইনি!
তবু কেন নিঃশব্দ শৈত্যের মতো
দুঃখ আমাকে গ্রাস করে!
তোমাকে বলিনি
সুদীর্ঘ নিরবতা নৈশব্দকে গাঢ়তর করে আরো
এই সব প্রেম, এই সব পাতাঝরার বিষাদ
অন্ধকারে
যে বিষাদ তোমাকে স্পর্শ করে না, অথবা
যে স্বপ্নে তুমি শেষরাত পর্যন্ত জেগে থাকো
আধোঘুমে,
তোমাকে বলা হয়নি।
নাগরিক দেয়ালে, পলেস্তরায় বুবুক্ষ মানুষের ঘাম
নুন হয়ে ফোঁটে, শিশুরা আজও
ডাষ্টবিনে, খাবারের সন্ধানে যায়!
এত-সব নিস্প্রভ চোখ, এত-সব তামা রং হাত
কোটি কোটি নক্ষত্রের বিষাদ
কিভাবে তোমাকে বলি!
কিভাবে তোমাকে বলি,
এই সুদীর্ঘ নিরবতা, মরা পাতার মতো
প্রেমহীন নয়।
০১.০৯.০৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।