আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইগাতীতে বন্যহাতির তাণ্ডব

গজনী ফরেস্ট বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবার ভোর রাতে ৩০/৪০টি বন্যহাতি তার কার্যালয়ের একটি ঘর ভেঙে দেয়। এ সময় বন প্রহরীদের নিয়ে তিনি অন্যত্র সরে গিয়ে প্রাণে রক্ষা পান।
একই এলাকার গান্ধিগাঁও গ্রামের জহির উদ্দিন, তোফাজ্জল হোসেন, সামেদুল ও ছামসুল হকের বাড়ির চারটি ঘর গুড়িয়ে দেয় বন্যহাতির দল। শতাধিক কাঁঠাল গাছের কয়েক’শ কাঁঠাল খেয়ে সাবাড় করে।
কাংশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ সরকার সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
বিজিবি ২৭ ব্যাটালিয়নের নওকুচি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার অলিউর রহমান বলেন, বন্যহাতির তাণ্ডবের খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্য নিয়ে ঘটনাস্থলে যান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।