আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইগাতীতে দেশি মোরগের মেলা  

মঙ্গলবার ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মেলার ৫২টি স্টলে দেশি জাতের নানা ধরনের মোরগ নিয়ে আসেন পালনকারীরা।
বেসরকারি উন্নয়ন সংস্থা এডিপি, ওয়ার্ল্ড ভিশন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করে।
মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু সম্পদ বিভাগের ডিন অধ্যাপক মো. মোজ্জাফর হোসাইন।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এডিপির পরিতোষ রেমা, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব মোস্তফা, ওয়েলকাম স্পিস এর এ কে ফজলুল হক ভূঁইয়া, শেরপুর জেলা পশু সম্পদ কর্মকর্তা তালিম উদ্দিন আহম্মদ ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হক প্রমূখ।
মেলায় ৬ জন শ্রেষ্ঠ মোরগ পালনকারীকে পুরস্কার দেয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।