আমাদের কথা খুঁজে নিন

   

শূভকামনা তোমার জন্মদিনে



ঐ পূর্ণিমার রূপোলী চাঁদ মনের ভেতরে গাঁথো। শরতের আকাশের মত বড় বেশি ঝকঝকা থাকো । থোঁকা থোঁকা আমের মুকুলের মত অন্তরে রঁঙিন স্বপ্ন যত তোমার জন্মদনে থেকে সব- তরতাজা ও লকলকে হয়ে যাক। আর যাবতীয় নীল বেদনাগুলো- অন্ধ আসমানের কোনায় হারাক । তোমার ঝাউ কাঁন্নাগুলো মাধবী লতার মত ঢলে পড়ুক । আর মাথার উপরে রাশি রাশি মির‌্যাকল পুষ্পবৃষ্টি ঝড়ুক । তোমার জীবনের ঝুড়ি ভর্তি দু:খ যত বিশেষ এই দিন থেকে সব হালকা হোক, এক পেয়ালা শিমুল তুলোর মত ।। -----কামরুজ্জামান ভূইঁয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।